তুমি দোয়া করো বাবা

বাবা (জুন ২০১২)

তান্নি
  • ৩৬
  • ৪৮
শুনেছি এখনো নাকি বর্ষার জলে ডাঙ্গায় কৈ মাছের আসর বসে।
কাদায় ভরপুর উঠোনো বসানো হয় ইটের সারি।
ঘরের চৌকাঠ পেরিয়ে ব্যঙের যাওয়া আসা এখনো অবিচল।
পোড়া ইটের গায়ে আলতো পা ফেলে পুকুর ধারে চলে আসার গল্প।
রুই বড়শির ছিপ একহাতে আর বুকের ভেতর জড়িয়ে রাখা তোমার খুকু।
তাল-সুপুরির আড়ালে সন্ধ্যার ছায়া নামে,
তথাপি যেন কোন তাড়াই তোমাকে ছুতে পারেনা।
আদরের খুকুর বড়শিতে কোনো মাছ আসেনি তাই।
পুটি আর শিং মাছে খুকুর মন ভরেনা।
বাবার মতো তার ও চাই বড়ো কাতলা কিংবা শোল।
রাত অব্দি খুকুকে নিয়ে মাছ ধরার কথা।
ছাতা মাথায় ঝুম বৃষ্টিতে দিঘী দেখতে যাওয়া।
কাধে নিয়ে সারারাত জেগে থাকা আর গল্প বলা।
মনে পড়ে কি বাবা?
নানুর বাড়ীর পায়েস খাবার বায়না মাঝরাতে।
লাল ফিতে আর হাত ভর্তি চূড়ি এ যে প্রতিদিনের চাওয়া।
বাদাম গাছের ডালে চড়তে আজ বড় সাধ জাগে।
তোমার পাশে বসে আরেকটিবার মাছ ধরতে ইচ্ছে করে।
কোলে বসে সমাবেশের ক্ষুদে অথিতি হতে মন চায়।
কতো বিয়ের আলাপে শামিল হয়েছি তোমার কোলে করে!
গ্রামের সালিশ ডাকা হলে কীযে ভালো লাগতো বাবা!
যেখানেই হোক তুমি যে তোমার খুকুকে নিয়ে যাবেই।
সততার প্রশিক্ষন অর্জন কীভাবে করতে হয় আমার জানা নেই।
তোমার আদর্শের ছায়ায় হঠাৎ তোমার খুকু এতোটা বেড়ে উঠলো!
শিক্ষকতার প্রতি এ শ্রদ্ধাবোধ আমার চিরকালের।
এক আদর্শ শিক্ষক পিতার সন্তান আমি।
আমি দেশ প্রেম শিখেছি, শুনেছি দেশের তরে আত্মত্যাগের গল্প গাঁথা।
ভালোবাসতে শিখেছি মানুষ,
করতে শিখেছি যথার্থ মূল্যায়ন।
তোমার খুকু বড় হয়ে গেছে বাবা!
তার চোখে এখন দুরন্ত ¯^cœ,
যে ¯^cœ বদলে যাবার,বদলে দেবার।
বড় হবার তীব্র আখাংকা নিয়ে ছুটে চলা তোমার খুকুর।
তুমি দোয়া করো বাবা।
তোমার খুকু অনেক বড় হতে চায় বাবা!
মানুষের মতো মানুষ হতে চায়।
আদর্শ পিতার আদর্শ কন্যা হতে চায়।
অবাক বিশ্ব হাতছানি দিয়ে ডাকছে বাবা দেখো!
তুমি শুধু দোয়া করো
আমি তোমাকে নিয়েই নীল জল দিগন্ত ছুয়ে আসবো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইসমাইল বিন আবেদীন বাবাকে নিয়ে এমন মধুর কবিতা কার না ভালো লাগবে | লেখার হাত অনেক ভালো হয়ে গেছে আগের চেয়ে | আর এতে খুব সম্ভবত "চোখ "¯^cœ, হবে | ভালো থাকবেন |
সিয়াম সোহানূর অবাক বিশ্ব হাতছানি দিয়ে ডাকছে বাবা দেখো! তুমি শুধু দোয়া করো আমি তোমাকে নিয়েই নীল জল দিগন্ত ছুয়ে আসবো। --------- অনেক অনেক ভাল লাগলো।
মামুন ম. আজিজ গল্পের মত....মনের কথা বলে গেলেন আপনার
মাহ্ফুজা নাহার তুলি খুব ভালো লাগলো আপু................
সেলিনা ইসলাম সুন্দর ,সাবলীল কবিতা খুব খুব ভাল লাগল -অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা কবি
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ................কবিতাটা যেন সহজ ভাবে বলে যাওয়া কথামালা, চমৎকার লাগল। ¯^cœ = স্বপ্ন ধরে নিয়েছি। সাধু ভাষার শব্দ আরো কমালে মনে হয় আরো ভাল হত। শুভেচ্ছা রইল।
মোঃ আক্তারুজ্জামান প্রথম দিকটা সুন্দর স্মৃতি চারণামূলক- খুব ভাল লিখেছেন। অনেক অনেক শুভ কামনা......
সালেহ মাহমুদ খুব ভালো লাগলো, সুন্দর লিখেছো তান্নি। অনেক শুভ কামনা।
স্বাধীন বাদাম গাছের ডালে চড়তে আজ বড় সাধ জাগে। তোমার পাশে বসে আরেকটিবার মাছ ধরতে ইচ্ছে করে।--------------- পড়তে পড়তে যখন এখানটায় এলাম, ডান পাশে লেখকের ছবিটায় চোখ পড় গেল। কেন যেন ছবিটাকে সত্যি ভাবতে ইচ্ছ হচ্ছে না। কবিতায় দিগন্ত ছোয়ার যে বাসনা তা সত্য হোক। ---- সুন্দর কবিতা
সোমা মজুমদার ekta adarsha bodh achhe kabitay, valo laglo

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী