বুক পকেটে চিঠি

বিজয় (ডিসেম্বর ২০১৪)

মোর্শেদ হাবীব সোহেল
  • ১৬
  • ৩৭৩
এখন আমি রাস্তায়, ব্যস্ত লোকাল বাসে ঝুলছি,
আর বুক পকেটে তোমার চিঠি।
চিঠির নিচে থাকা আমার হৃদপিণ্ডটা
কেন যেন আজ একটু বেশি লাফাচ্ছে,
হয়তো বা তোমার স্পর্শ পেল বলে।
মনটা আর মানছে না ,
ইচ্ছে করছে একবার পড়েই ফেলি,
কিন্তু কিভাবে খুলি খামখানা,
সবাই কেমন পাখির মত ঝুলছে,
সঙ্গে আমিও।
নাহ্ একবার পড়েই ফেলি......
” অষ্টমীর দিন আসবে বলেছ
আমি পথ চেয়ে থাকব,
না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি।
তুমি বড় মিথ্যেবাদী,
এ মাসে সাতখানা চিঠি দিয়েছ
আটখানা দেয়ার কথা ছিল।.....”
যাহ্ পড়ব না এখন
পাশের লোকটা কেমন উকি মারছে দেখ।
বলি বাসে দাড়িয়ে কি চিঠি পড়তে নেই?

আমি এখন রাস্তায়, যানজটে আটকা
আর বুক পকেটে তোমার চিঠিখানা।.....
”সত্যিই তোমার কথার কোন ঠিক নেই,
এসে অবধি দিন গুনছি
আর শেষে যদি না আস?
আর পাশের বাড়ির মেয়েটার
কথা ভেবে বড় হিংসে হচ্ছে,
কেন জানো?
সে যে তোমায় সকাল সন্ধে দেখে
আমি তো দেখি না ,
এ ভারি অন্যায়।
জানালাটা বন্ধ করে রেখ।......”
ঐ দেখ এবার বড় বড় চোখে তাকিয়ে আছে
এভাবে তাকানোর কি হল?
না হয় একটু হেসেই দিয়েছি।

আমি এখন পার্কে, নির্জন জায়গা,
আর বুক পকেটে তোমার চিঠিখানা ।
এখানে বসেই পড়ে ফেলি......
”আর বেশি কি লেখব
আমার কথাটি ফুরালো,
আর অনেক বানানেও ভুল হল।
আমি জানি তুমি হাসবে, তা হেসো,
আমি তো বই লিখি না,
চিঠির পক্ষে এই ঢের।
তোমার শরীরের যত্ন নিও লক্ষ্মীটি।
আমার শরীর ভাল,
মনের অসুখ সারবে তুমি এলে,
আসবে তো?
না এলে কিন্তু আড়ি আড়ি আড়ি।”
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রিক্তা রিচি বাহ দারুন
মুহাম্মাদ লুকমান রাকীব সুন্দর লিখেছেন। শুভ কামনা।।
মিলন বনিক সুন্দর ভাবের প্রকাশ...ভালো লাগলো.....
মোহাম্মদ সানাউল্লাহ্ বাহ্ ! সুন্দর ভাবনা ! কবিতার ভাষায় গল্পটাও চমৎকার !
শামীম খান বেশ একান্ত একটি চিঠি আমরাও শেয়ার করে ফেললাম । খুব ভাল লাগলো । শুভ কামনা নিরন্তর ।
ওয়াহিদ মামুন লাভলু প্রিয় মানুষটির চিঠি পড়া খুব সুখের ব্যাপার। তাই একখানা চিঠি কম দিলে মন খারাপ হবেই। সুন্দর প্রেমের কবিতা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
আখতারুজ্জামান সোহাগ দারুণ প্রেমের কবিতা। খুব ভালো লেগেছে। শুভকামনা কবির জন্য।
রুহুল আমীন রাজু সরল ভাষায় সুন্দর কবিতা ...ভালো লাগলো . (আমার লেখা 'সুলক্ষী' গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো .)

০৩ নভেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪