ভূত ভীতু গ্রামবাসী

ভৌতিক (নভেম্বর ২০১৪)

নাছির বিন ইব্রাহীম
  • ১৩
  • ৬৪
তখন ছিল রাত বারোটা মায়ের অসুখ শুনে
আগু পিছু লাভ ক্ষতি আর চাইনি কিছু গুনে।

শহর ছেড়ে ছুট দিলাম ঐ অন্ধকারের মাঝে
গাড়ী ছেড়ে নামছি যখন রাত্রী দু'টো বাজে।

এখান থেকে দিতে হবে তিন কিলো পথ পারি
কেউ ছিলোনা ঐ পথে আর পরছিল ঝড় ভারি।

মাঝে মাঝে বিজলী এসে চমকে দিতো জোরে
গা ছম ছম আঁধার কেটে হাটছি খুড়ে খুঁড়ে।

আর কিছু পথ গেলেই দেখা মিলবে ঘন ঝোপ
আসতে মনে কলজে খানা করছিল ধোপ ধোপ।

তার পরে যেই চিতার পাশে তালগাছ টা আছে
বলছিল দি,ফিরেনি আর কেউ গেলে তার কাছে।

পরছে মনে ও সব কথা দিচ্ছিলো গায় কাঁটা
মায়ের মুখটা ভাসিয়ে মনে দিলাম তবু হাটা।

মনে হলো ঝোপ ছেড়ে কেউ হাটছে পিছু পিছু
তালগাছ টার নিচে যেন দাড়িয়ে আছে কিছু।

মুখে দরুদ বুকে সাহস ভাসছে মায়ের মুখ
ঘরের কাছে এসে বুকে বাড়লো যে দুক দুক।

আমায় দেখে অবাক তখন ভূত ভীতু গ্রামবাসী
সোনার মানিক পেয়ে মায়ের ফুটলো মুখে হাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুন বাহ।বেশ ভালো ছন্দময় কবিতা।ভালো লাগলো। শুভ কামনা রইলো।
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
শামীম খান খুব সুন্দর লিখেছেন । মায়ের মুখখানি মনে করে এ সাহস সবার জেগে উঠবে । শুভ কামনা আর ভোট রেখে গেলাম । এত সুন্দর লেখায় মন্তব্য এত কম কেন ?
কে আর রাজু চমৎকার হল। ভাল লাগা রয়ে গেল। শুভ হোক
ওয়াহিদ মামুন লাভলু ভৌতিক পরিবেশের দারুন বর্ণনা।
ruma hamid তাল গাছে যে এত ভূত থাকে- তা ভৌতিক সংখ্যা পড়েই জানলাম আর আমার বাড়ির দরজায় এক ডজন তাল গাছ গুনলাম ।আপনার কবিতায় মায়ের প্রতি ভালোবাসা চিরদিন থাক , কবিতাটি খুব ভাল লাগল ।ধন্যবাদ !
এই মেঘ এই রোদ্দুর ভাল লাগল। শুভকামনা
ওয়াছিম একটি অসাধারন কবিতা।
মুহাম্মাদ লুকমান রাকীব বাহ্ বেশ সুন্দর হল। শুভকামনা।।"আমার এ সংখ্যায় প্রকাশিত গল্প কবিতা পড়ার জন্য আমন্ত্রণ করে গেলাম। আসলে ধণ্য হব হে প্রিয় কবি বন্ধু।।"

০৯ অক্টোবর - ২০১৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫