অতৃপ্ত অশরীরী

ভৌতিক (নভেম্বর ২০১৪)

একনিষ্ঠ অনুগত
  • ১৩
  • ৪৩
আজও
বরাবরেরই মত
ফিরছি গঞ্জ হতে
অজ-পাড়া গাঁয়ে,
ভীতিহীন দ্রুত পায়ে
আধো মেঘলা অর্ধ চন্দ্রিমা রাতে।
শেখ বাড়ি আর সিকদার বাড়ি
কখন এসেছি ছাড়ি
রাত্রি দ্বি-প্রহর কেটে গেছে
এইতো সামনে সাঁকোটা বাকি আছে
গভীর রাত, কেউ নেই ধারে কাছে।

ভয় নেই, রোজকার মতই আজও
একা চলে অভ্যস্থ
অন্ধকারে একা পথও।
এইতো সাকোটাই কেবল বাকী
পেড়োচ্ছি সাবধানে,
তবু এত কেন ঝাঁকি?

ও মাথায় কে?
‘সকিনার মা’র মত হাসছে
সাঁকোর মাঝে থমকে
আমায় দাঁড়াতে দেখে।
-“সকিনার মা, হাসছিস ক্যান?
আমায় নিতে এতদুর ক্যান এলি?
এ কোন বেশে দাঁড়িয়ে আছিস
এলোচুল আর খিল খিল হাসির বুলি”।

-“তবে কি তুই সকিনার বাপে?
সব মাইয়াছিলাই কি তোর চখেতে
সকিনার মায়ের মত লাগে?
আন্ধার রাইতে, সাঁকো দিয়া যাইতে নষ্ট পুরুষ তুই
নষ্ট পুরুষের মুণ্ডু নিমু, শরিলডা এখানে থুই’।

আস্তে আস্তে অগ্রসরমান একোন হিংস্র নারী
পেছন দিকে যাওয়াই ভালো, যদি পালাতে পারি,
ওমা, এমাথায়ও একই জনা, এবার বুঝি ফেলল আমায় ধরি
একজন আসে দুই দিক হতে কেমনে বিশ্বাস করি।
মাঝ সাঁকোতে আঁটকে গেছি
এবার কোথায় যাই?
খালের জলে ঝাপ দেয়া ছাড়া
আর তো উপায় নাই।
***** ***** ***** ***** *****

‘আম্মা, ও আম্মা চোখ খুলছে-
আর একটু গরম তেল লও
প্রতিদিন তো ঠিকই আহো
আইজকা ক্যান পরলা খালে
সকিনার বাপ আমারে একটু কও’।

আজকে আমার ঘর ভর্তি লোক
বুকে পিঠে মালিশ করছে সকিনার মায়ে
রাতের সকিনার মায়েরে দেখিনা কোথাও
যে হাঁটত উলটা পায়ে।
আমায় বাঁচাতে উদ্বিগ্ন, চিন্তিত
সকিনার মা, এক পতিব্রতা নারী-
আরেক জনা তার বেশ ধরেছে
ভয়ংকর, অতৃপ্ত অশরীরী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jyotirmoy Golder অনেক ভালো লাগলো..............শুভ কামনা রইলো
প্রীতি ও শুভেচ্ছা জানবেন...
AZIM MAHMUD দ্বিতীয় স্তবকটি ভাল হল। সুন্দর।।।।।।।।।।।।।।।।।।।।।।
ওয়াহিদ মামুন লাভলু সকিনার বাপে সাকোতে উঠার পর দু'দিক থেকে একই নারী তার পথ আটকালো। বিষয়টা সত্যিই ভৌতিক। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাই।। প্রীতি ও শুভেচ্ছা জানবেন।।
এই মেঘ এই রোদ্দুর বাপ্রে কি ভয়ংকর। সুন্দর হয়েছে লেখা। আমার কবিতাও পড়বেন আশা রাখছি
ইনশাআল্লাহ্‌ পড়বো।। শুভ কামনা জানবেন।।
মাহমুদ হাসান পারভেজ কাব্যে দৃশ্য ফুটেছে- তবে বানান এর দিকে একটু দৃষ্টি দেবেন আশা করি। শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই। পরামর্শ মনে থাকবে।।
ruma hamid শুভকামনা রইল !
মুহাম্মাদ লুকমান রাকীব ভূতের কবিতা ভাল লাগল।।।শুভকামনা রইল।।।কবি। "আমার ভৌতিক সংখ্যায় গল্প কবিতা পড়ার আহ্বান জানিয়ে গেলাম,আশা করি আসবে।।"
অবশ্যই আসবো। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি সব মাইয়াছিলাই কি তোর চখেতে সকিনার মায়ের মত লাগে? আন্ধার রাইতে, সাঁকো দিয়া যাইতে নষ্ট পুরুষ তুই নষ্ট পুরুষের মুণ্ডু নিমু, শরিলডা এখানে থুই’..........// খুব ভালো লাগলো,প্রকৃতই ভুতের কবিতা। জাহিদুল আপনাকে অনেক ধন্যবাদ......
আপনার সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগলো, বেশ উৎসাহিত হলাম ভাই।। শুভ কামনা জানবেন।।
ওয়াছিম অদ্ভুদ সুন্দর।

২৭ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪