উচ্ছৃঙ্খল জমিদারের মত আলোর খেলা দেখিয়ে ম্রিয়মান হয়ে গেলো দুপুর।
বিশাল ফটক দিয়ে গড়িয়ে এলো সুড়কি খসা বিকেল।
একটু পরেই বড় বড় ভুতুড়ে ছায়া ফেলে এলো সন্ধ্যা।
তারপর রাক্ষুষে রাত এসে গ্রাস করলো গোটা জমিদারি মহল
ওদিকে নতুন সূর্যের অপেক্ষায় দিন গুনছে সভাকবি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন