বুলেট ঝরা সেই সব দিনলিপি

বিজয় (ডিসেম্বর ২০১৪)

জুন
  • ২০
  • ৩৯
বুকে তাজা বুলেট,
বা পাশ থেকে অবিরত গড়িয়ে পড়ছে রক্ত,
আশেপাশের সবই যেন ধুয়াশা কুয়াশার মত হয়ে যাচ্ছে -
হাতের কাছেই থাকা গ্রেনেডটি পর্যন্ত ঠিক ভাবে ধরতে পারছি না,
কেনো যেন সব অঙ্গ গুলো
ধীরে ধীরে অসহায়ত্ব প্রকাশ করতে শুরু করেছে।
চিবুকের কাছে থাকা রসদগুলোও মনে হয় রক্তে ভিজে গেছে।
তবুও দৃঢ় প্রতিজ্ঞ এই মনে আশার প্রজ্বলিত প্রদীপ
তার আপন মনে জ্বালিয়ে চলেছে মুক্তির নিশান।

ট্রিগারে উপর হাত রাখতেই, দুরে সরে গেলো অন্ধকার।
রক্তও হঠাৎ উষ্ণ লাগতে শুরু করেছে ,
মনের গহীনে তোলপাড় সৃষ্টি হয়েছে -
শত্রু হননের আহবান।
জাগ্রত সেই আহবানে সাড়া দিল অসাড় তর্জনী,
সাথে সাথে বেরিয়ে এলো একগাদা প্রতিহিংসার বুলেট।

এরপর দেহের অবশিষ্ট সকল শক্তি সমেত
আত্মসমর্পণ করলাম বিধাতার কাছে।।
এ দেশ, এ মায়ের হয়েছে জয়।
ক্ষতি যা হয়েছে তা তো কেবলই দুঃস্বপ্ন মাত্র।
জয় আমাদের সকলের, জয় এই বাংলার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ক্যায়স ট্রিগারে উপর হাত রাখতেই, দুরে সরে গেলো অন্ধকার। রক্তও হঠাৎ উষ্ণ লাগতে শুরু করেছে , মনের গহীনে তোলপাড় সৃষ্টি হয়েছে - শত্রু হননের আহবান। ভীষণ ভাল লাগল। শুভেচ্ছা ও ভোট রেখে গেলাম।
ভালো লাগেনি ২৫ ডিসেম্বর, ২০১৪
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো থাকবেন শ্রদ্ধেয়।
ভালো লাগেনি ২৬ ডিসেম্বর, ২০১৪
মিলন বনিক খুব ভালো লাগলো...শুভ কামনা....
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
জসীম উদ্দীন মুহম্মদ দেশ প্রেমের অনবদ্য একটি কবিতা !! শুভ কামনা জেনো প্রিয়কবি ।।
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়। ভালো থাকুন নিরন্তর
ruma hamid খুব সুন্দর !
ধন্যবাদ। অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সুগত সরকার ভীষণ ভাল লাগল। শুভেচ্ছা নেবেন।
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন নিরন্তর।
শামীম খান দারুন লিখেছেন । পড়তে পড়তে কখন রক্ত গরম হয়ে উঠেছে বুঝতে পারিনি । মন ছুঁয়ে গেল । শুভ কামনা আর ভোট রইল ।
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার মন্তব্য পেয়ে সত্যিই ভালো লাগলো। আমার কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন শ্রদ্ধেয়।
মাহমুদ হাসান পারভেজ ভাল লেখেন কবি। বুকে তাজা বুলেট... থেকে.... বেরিয়ে এলো একগাদা প্রতিহিংসার বুলেট ...পর্যন্ত প্রথম দুটি অংশ দুর্দান্ত। শুভকামনা।
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো শ্রদ্ধেয়। ভালো থাকুন নিরন্তর।
নেমেসিস ভালো লাগল। তবে ''শত্রু হননের আহবান।''--কবি মোহাম্মদ মনিরুজ্জামানর ''বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ....''-এর অংশবিশষ।
এটা অনিচ্ছাকৃত। আমি ওনার লেখাটা পড়ি নি।তাই শ্রদ্ধেয় মনিরুজ্জামান স্যার কি লিখেছেন তা জানি না। এটা একান্তই আমার আবেগের প্রকাশ। আপনার বিশ্লেষণধর্মী মতামত পেয়ে ভালো লাগলো। অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয়া।
আখতারুজ্জামান সোহাগ ‘‘ট্রিগারে উপর হাত রাখতেই, দুরে সরে গেলো অন্ধকার। রক্তও হঠাৎ উষ্ণ লাগতে শুরু করেছে , মনের গহীনে তোলপাড় সৃষ্টি হয়েছে - শত্রু হননের আহবান।’’ এভাবেই পাক হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। কবিতা ভালো লেগেছে। শুভকামনা।
অনিঃশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো থাকুন নিরন্তর।
রিক্তা রিচি চমৎকার লেখনী
ধন্যবাদ শ্রদ্ধেয়া।

১০ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪