সুখী মন

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

Ishaque Javed
  • ১৫০৩
যত্নকরে রাইখাছিনু , পুষেছিনু কপোতে ; কান্না হেরি তাড়িয়ে দিলি; কি পাইলি তাতে বল রে মন।
সুখের কথা দুঃখেয় বোঝে বলেছিল দিব্য সে যে; অসুর রাজা কৃষ্ণ সেজে ফিরিয়ে দিল দুঃখ টাকে, তাকে খুঁজেআন, এখন।

ওরে ও মন, একলা বসে ভাবিস কি এখন।
ওরে ও ভোলা মন বলি একলা বসে ভাবিস কি এখন?

মানুষ বলে স্বর্গেতে সুখ, সবার সকল দুঃখ হবে দুর।
রাজা বলেন সুখের কি রূপ?
দীনের ঘরে আলো জ্বলে ,সুখের বাতি ঝলমল করে।
ধাতা বলেন আলিক কুহক; সুখের মোহে, তিমির হৃদয়।
ক্লান্ত হলো নীর।

নোটন বলে দুঃখ টাকে তাড়িয়ে দিয়ে, আমাই লোকে ডাকে।
আমি বলি , দুঃখ হেরি আমার সদন; বড়োই ফাঁকা লাগে।

শুনতে গিয়ে লোকের কথা, হারিয়েছি সব বিত্ত সেথা।
ও ভোলামন বড়োই একা লাগে।

পূণ্য বলে ,পাপের হেথা; আমায় লোকে ডাকে।
মানুষ হলো সুখের চাতক , দুঃখ টাকে ঢাকে।
স্বর্গ বাসী সকল মানুষ নরক পানে চাহে, লোকের দুঃখের ভাগি হয়ে, নিজে সুখে থাকে।

আমার ঘরে দুঃখের আলো, সুখের খবর আনে।
দুঃখ ব্যথি , সুখের কি রূপ আছে কে যে জানে?

মানুষ আছে অনেক রকম ।
দুঃখ হলো সুখেরি রূপ, দুঃখ টাকেই চেনে।
এমন মানুষ পাবে তুমি, দুঃখে তে সুখ খোঁজে।
সত্যি বলতে , ভাঙ্গা গড়া ।
মনেরই রূপ ,মনের মাঝেই পরে ধরা।

মানুষ পারে ভাঙতে তারে, জোড়া দেওয়া কঠিন নয়রে।
অবুঝ হলো স্বীকার করা, মনের কাছে মনের সারা।

ওরে ও মন, একলা বসে ভাবিস কি এখন।
ওরে ও ভোলা মন বলি একলা বসে ভাবিস কি এখন?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Hasan ibn Nazrul ভাল লেগেছে দাদা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভাঙ্গা মন হল এই সংখ্যার বিষয়। আমি একজন optimestic ব্যাক্তি, তাই ভাঙ্গা মন একটি ব্যাথিত হৃদয় কে বোঝালেও আমার লেখার মাধ্যমে আমি ব্যাথা যে সুখের একটা কারণ সেটা দেখে বার চেষ্টা করেছি মাত্র

১৯ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪