ধনী-গরীব

বৈরিতা (জুন ২০১৫)

রূপক বিধৌত সাধু
  • ২০
বিত্ত-যশ-প্রতিপত্তি যাহাদের আছে,
ধরা যেন স্বর্গভূমি তাহাদের কাছে ।
লোকজন তাহাদের কথামত চলে,
বিরুদ্ধ প্রকৃতি তাহাদের করতলে ।
চলিতে চলিতে পথে পুষ্পমাল্য জুটে,
সমাদর আপ্যায়নে শত ভৃত্য ছুটে ।
উদগ্রীব পরিবেশে কতো হাতছানি,
তাহাদের কথা যেন ‘পুরাণ কাহিনী ।’
মনোযোগ দিয়া সবে শুনে যায় কথা,
ঢের ভালো লাগে, নাহি কোন ব্যকুলতা ।
কেহ কেহ অনুরাগে দিবে প্রায় প্রাণ,
বলে, খুব ভালবাসি! তুমি ভগবান ।

আর যাহারা দরিদ্র, নিচু-কুল-মান;
পদে পদে তাহাদের জুটে অপমান ।
সালাম-আদাব জুটিবে কী, জুটে হেলা;
মানুষের গালাগাল, অযাচিত খেলা ।
হোক সে প্রতিভাধর, নাহি মূল্যায়ন!
তাহার জ্ঞান-গরীমা গুপ্ত বনায়ন ।
যে বনে থাকিয়া পাখি, গাহে নাতো গান;
বসন্ত যেথায় ভরায়না দেহপ্রাণ!
জীবন মনে হয় বড়ই অর্থহীন,
বাঁচিবার আশা কভু হয়ে আসে ক্ষীণ!
বিধাতার অভিশাপ আসে যেন নেমে,
জীবন তরঙ্গিণী চলে যে থেমে থেমে ।

এক মাটি দ্বারা গড়া সব নারী-নর,
মানুষের অবহেলা তবু ভয়ঙ্কর ।
একজনে লভে মান সর্বজন হতে,
আরজন নিগৃহীত ধরণীর স্রোতে ।
একফুলে গেঁথে মালা, আর ফুল দলে
ফেলে দেয় এলো স্রোতে তটিনীর জলে ।
এত কাছে ভালোবাসা, তবু কতো দূর;
শোকগীতি বক্ষে বাজে বেদনা বিধুর ,
এসো, আজ সবে মিলে বাঁধি নয়া সুর;
অনুরাগে ভালোবেসে আনি নয়া ভোর ।
থাকিবেনা যেথা কোন ভেদ-ব্যবধান,
এক সুরে গা’বে সবে মিলনের গান ।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হাসনা হেনা সুন্দ্র লিখেছেব কিন্তু মাত্রায় কিছু ত্রুটি আছে। ধন্যবাদ।
Fahmida Bari Bipu সুন্দর কবিতা। শুভকামনা রইল।
গোবিন্দ বীন এক মাটি দ্বারা গড়া সব নারী-নর, মানুষের অবহেলা তবু ভয়ঙ্কর । একজনে লভে মান সর্বজন হতে, আরজন নিগৃহীত ধরণীর স্রোতে ।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
সোহানুজ্জামান মেহরান কবিতাটিতে বেশ ছন্দ আছে, ভালো লিখেছেন।
এস এম খায়রুল বাসার এক সুরে গা’বে সবে মিলনের গান । খুব ভাল।

১৫ জুন - ২০১৪ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫