সন্ধ্যাবেলায়

ভয় (এপ্রিল ২০১৫)

রূপক বিধৌত সাধু
  • ১১
সেই তো তুমি এলেই বড়ো দেরি করে,
এতক্ষণে অভিমানী চলে গেছে দূরে ।
তোমার আশায় তার কেটেছে যে নিশি
অনাহারে, অনিদ্রায়- পথপানে বসি ।
হাড় কাঁপানো শীতে খুঁজেছে কতো স্থানে,
লুকিয়েছিলে কোথায় অতি সন্তর্পণে!
তোমার হৃদয় মাঝে পাবে বলে ঠাঁই,
ঘুরেছে যে কতো পথ তার অন্ত নাই ।
পরিজন সব ছাড়ি গেল সে তোমার বাড়ি,
তারে না বাসলে ভালো- শূন্য হাতে এল ফিরি ।
তোমারেই ভালোবাসি হল সে সন্ন্যাসি,
তীর্থে তীর্থে ঘুরে ফেরে, দূর পরবাসী ।
পরিজন কেও আর নেই সংসারে,
সকলেই চলে গেছে আঁধার কবরে ।
শূন্য ভিটায় কখনো কোন দ্বিপ্রহরে
বানরেরা নাচানাচি, খেলাধুলা করে ।
খাঁ খাঁ করে রৌদ্র বাড়ির উঠোনে,
মৃত্যুপুরী যেন এক- ঘুঘু ডাকে বনে ।
একেলা এসেছ তুমি এ সন্ধ্যাবেলায়,
ঢের দেরি হয়ে গেছে বিলুপ্ত অধ্যায় ।
সময়ে যে চিনলেনা, চিনেছ হে পরে;
এখন কী লাভ বল, বৃথা খুঁজে ফিরে ।
মাঝে মাঝে সে আসে অমাবশ্যার রাতে,
চুপিচুপি কথা বলে আকাশের সাথে ।
থাকে কল্পলোকে, আসেনা কারোর ডাকে;
সে যে অভিমানী- পাবেনা তো আর তাকে ।
অবিরাম বয়ে যাবে পৃথিবী, সময়;
আসবেনা আর, শুনবেনা অনুনয় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম "অবিরাম বয়ে যাবে পৃথিবী, সময়; আসবেনা আর, শুনবেনা অনুনয় ।" চরম সত্য! কবিতায় আরও যত্নশীল হতে হবে এবং বিষয়ের গভীরতা নিয়ে ভাবতে হবে। শুভকামনা রইল।
নাসরিন চৌধুরী মাঝে মাঝে সে আসে অমাবশ্যার রাতে, চুপিচুপি কথা বলে আকাশের সাথে । থাকে কল্পলোকে, আসেনা কারোর ডাকে; সে যে অভিমানী- পাবেনা তো আর তাকে । অবিরাম বয়ে যাবে পৃথিবী, সময়; আসবেনা আর, শুনবেনা অনুনয় । -----এই অংশটুকু বেশ লেগেছে। শুভকামনা জানবেন
এমএআর শায়েল খুব সুন্দর কবিতা। পড়ে ভাল লাগল। ভোট রইল। আমার লেখা গল্প (সে কেন এমন করল) পড়ার অনুরোধ করছি।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) চমৎকার লেখা , রোমাঞ্চিত হলাম , অনেক শুভেচ্ছা
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার ছন্দময় কবিতটি বেশ ভাল লাগল ।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর একটি লেখা ।।
ruma hamid ভালোয় । শুভকামনা ।
আখতারুজ্জামান সোহাগ ‘‘মাঝে মাঝে সে আসে অমাবশ্যার রাতে, চুপিচুপি কথা বলে আকাশের সাথে । থাকে কল্পলোকে, আসেনা কারোর ডাকে; সে যে অভিমানী- পাবেনা তো আর তাকে ।’’ চমৎকার। অভিনন্দন গ্রহণ করুন কবি।

১৫ জুন - ২০১৪ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫