অসহায় আমি,আমরা অথবা সেই কুকুরটি

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

আফরান মোল্লা
  • ২১
  • ৩৬
অন্ধকার তিমিরে সেদিন
দূর থেকে ভেসে আসছিল
এশার আজান,
ঘামে ভেজা আমি
শুয়ে ছিলাম ঘরে
ইলেক্ট্রিসিটি ছিলনা তখন।

মিত্র আমার তিনজন ছিল
বাড়ির বাইরে দাঁড়িয়ে
আফরান,আফরান ডেকে বলে ওরে
চল আসি একটু হাঁটিয়ে।

আমরা চারজন হাঁটতে বেরোলাম সাথে আমাদের কালো কুকুর
আমি বলি,ওরে বড়দের সাথে কিরে?
ভাগ নাহয় মারব মুগুর।

কুকুর সে তো প্রভু বিশ্বস্ত
মুগুরের কিসের ডর,
বিশ্বাস তার ছিল যে আমি
মারব না 'মুগর'।

চার বন্ধু,আর কুকুর মিলে
চলিলাম ব্রিজের দিকে
কুকুর সে তো চলে আগে আগে গন্ধ
শুঁকে ঝুকে ঝুকে।
চমকিত হয়ে সামনে সে চায়
যেন সামনে ঘোর বিপদ
ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয় সে
সকল 'ভরা আপদ'।
বিজ্ঞের মত চলছে যে সে
আমরা বলি হেসে হেসে,
কিরে হয়েছিস বড় লাট?
হলি কি মোদের বডিগার্ড?

ব্রিজের ওপর ওকে নিয়ে ভয়
কখন না পড়ে চাপা
বলেও তারে বুঝাতে পারিনা
শেষে পড়বি মারা।
যেই না বলা অমনি একটা প্রাইভেট কার এসে
সামনের দুটো পা যে তাহার দিল যে মাড়িয়ে।
কু-কু করে সে যে দিল কি চিত্কার!
অসহায় মোদের মনে ব্যাথা লাগলো বিষমভার।
ফুটপাতে এসে শুয়ে গেল সে
ঝরছে রক্ত অনেক
আমরা হতবাক দৃশ্য দেখে
কেটে পড়তে চাইলো জন-এক।

কি আর করা?-
কুকুর সে তো!
না হলে কোলে করে
নিয়ে যাওয়া যেতো।
কুকুরই তো আর কিছু না
দিলাম মনকে বুঝিয়ে
হাটা ধরলাম বাড়ির পথে
ব্যাথায় ব্যাকুল হয়ে।
সেতো বারে বারে
চাইছে মোদের পানে
শুধিলাম ওরে, আছিস নাকি ঠিক?
ফিরবি মোদের সনে?
চোখে তার বিষম ব্যথা
ব্যথা মনে মোদেরও
অসহায় ছিলাম মোরা
আর অসহায় ছিল সেও!

ফেলে রেখে ওকে ঘরে এসে পরে
শান্তি লাগেনা হৃদয়ে
শুয়ে পড়ি বিছানায় যদি
শান্তি হয় ঘুমিয়ে।
ঘুম সে কী এত সহজে হয়
এত বড় দৃশ্য দেখে?
ছটফট করতে করতে ঘুমালাম শেষে
সূর্য আভা দেখে।

ঘুমের ঘোরে স্বপ্ন দেখলাম
হায় হায় একি দেখি!
মোদের মুখতো কুকুরের মতো!
কুকুর সেতো মানুষ!একি!
কুকুর রুপী মানুষ বলে
ছিলাম বড় বিশ্বাসী
খাবার না দিলেও যেতাম না ছেড়ে
মুখেও ছিল হাসি।
কি আর হতো
যদি নিয়ে যেতে
পশু চিকিত্সালয়?
তাহলে কি কমে যেত দাম?
জলাতঙ্কের ভয়?
জয়!মনুষ্যত্বের জয়!
বলতে গিয়ে সরি!
দেখি কথা ফুটেনা কারও
মুখ খুললেই বেড়িয়ে আসে
শুধুই ঘেউ ঘেউ!

ঘুম থেকে ওঠে আমি
দিলাম এক দউর,
যতই যাচ্ছি রাস্তা কমছেনা!
বরং হচ্ছে বড়!
ব্রিজের ওপর সেথা আর
পেলাম নাকো তারে
অসহায় অসহায় চিত্কার করে
চেঁচাই বারে বারে।
বলতে আসিনি,সরি আমি
বলতে আসিনি,মাফ চাই!
বলতে এসেছি,বড়ই ভালবাসিতাম
তবুও ছিলাম অসহায়!

তোকে বলা হলোনা হায়!
আমি,আমরা কিংবা
তুইও ছিলিস অসহায়!


[বি:দ্র:কবিতাটির মূল আমার জীবন
থেকে নেয়া।
ঘটনাটি সত্যিই
ঘটে আমার,আমার
বন্ধু
এবং কুকুরটির
সাথে।
তবে কুকুরটি আমাদের
ছিলনা।আমাদের
এলাকার একট ছোট
ভাইয়ের ছিল।
স্বপ্নের
ব্যাপারটা সম্পূর্ণ
কাল্পনিক।
তবে পরদিন
সত্যিই
গিয়েছিলাম
ব্রিজের উপর।
পাইনি কুকুরটিকে।
তবে ব্রিজের
ওইপাশ
থেকে আসা একজন
পথিকের
কাছে শুনেছিলাম
যে সে নাকি একটি ল্যাংড়া কুকুরকে দেখেছে ওইপাড়ে যেতে।]
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু ভালো লাগলো। শ্রদ্ধা জানবেন।
তাপস চট্টোপাধ্যায় বিবেকানন্দের ভাষায় "জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর " ৷ আল্লাহ তোমার সহায় হোন ৷৷
আখতারুজ্জামান সোহাগ ছন্দে ছন্দে একটা গল্প বলে গেলেন। বেশ লাগল। শুভকামনা কবি।
নেমেসিস অসাধারণ আবেগময় কবিতা
মহসিন মিজি একটা গল্প ফুটে উঠেছে কবিতা আকারে। ধন্যবাদ লেখককে।
আহম্মেদ ইমতিয়াজ মোহাম্মাদ হৃদয়স্পর্শী একটি কবিতা। অভিনন্দন রইল।
অনেক ধন্যবাদ কবি।
শামীম খান কবিতায় কিছু বক্তব্য আছে , খুবই হৃদয়গ্রাহী , মনে লাগে । শুভেচ্ছা কবিকে ।
Gazi Nishad বেশ।
মাইদুল আলম সিদ্দিকী দারুণ! ভোট করে দিয়েছি, হা হা। ভালো লেগেছে খুব......।

২৯ মে - ২০১৪ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪