আকাশ ফুঁড়ে নিত্য নামছে কর্কশ রোদ কখনো-বা ক্লান্তিহীন স্বচ্ছ বৃষ্টি! আমি উৎসুক হয়ে দেখি রেললাইনের পাশে সেই খুপরিটা, এক টুকরো ছেঁড়া মলিন আঁচলে জড়োসড়ো কৌতূহলী এক-জোড়া ঘুমকাতুরে চোখ তেজপাতার মতো স্তনে মুখ গুঁজে দিয়ে কি নিশ্চিত নিমগ্নতায় ডুবে আছে এর চেয়ে নিবিড় পবিত্র আর কি হতে পারে!
আমার দিকে তার চেয়ে বেশি উৎসুক হয়ে দেখে লোক ফিসফিস করে, বিদ্রুপের স্বরে কখনো সখনো দু’চার কথা শোনায়! করুণার দৃষ্টি নিয়ে ওরা আমায় নুনের ছিটাও দেয়! আমি সংযম দেখাতে গিয়ে অতি মাত্রায় বিনয়ী হই ততোটুকু বিনয়, যতটুকুতে নিজেকে মনে হয় সত্যি কোনো মানুষ নই!
আচ্ছা খুপরি’র ঘরের সেই রমণীকে কোনো ক্লেশ স্পর্শ করে কি? অভাবের ক্লেশ, ক্ষুধার ক্লেশ! নিশ্চয়ই তার ক্লেশগুলো আমার জীবনের ক্লেশের চেয়ে অনেক বেশি স্বস্তিকর! ভাবছি, কি গভীর মাতৃত্বের পূর্ণতায় আচ্ছাদিত হলে অমন শ্রীহীন ঘর থেকেও ভেসে আসে সুখের বিচ্ছুরিত আলো!
যে “পুরুষ” বাবা হতে পারবেনা জেনেও তাকে আগলে রাখি ছায়ার মতোন! সকল গঞ্জনা মাথা পেতে নেই! কেউ জানেনা, জানবেনা কোনোদিন- শুধু অভিশপ্ত এই আমি দীর্ঘশ্বাসের মালা জপে বাতাসের কানে মুখ রেখে বলবো, “আহা আমার যদি সেই রমণী’র মতো একটা জীবন থাকতো!”
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাঈম রেজা
যে “পুরুষ” বাবা হতে পারবেনা জেনেও
তাকে আগলে রাখি ছায়ার মতোন! সকল গঞ্জনা মাথা পেতে নেই!
কেউ জানেনা, জানবেনা কোনোদিন- শুধু অভিশপ্ত এই আমি
দীর্ঘশ্বাসের মালা জপে বাতাসের কানে মুখ রেখে বলবো,
“আহা আমার যদি সেই রমণী’র মতো একটা জীবন থাকতো!”
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।