আমি এবং অন্যরা

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

নেয়ামুল নাহিদ
  • ১৭
একবিংশ শতাব্দীর এই বিকেল বেলায় ভাবছি,
কর্কটক্রান্তি রেখা বুঝি এখান দিয়েই গেছে।
কেউ ছিল না, আমি আকাশ আর কতকগুলো বেমানান অনুভূতি;
নাকি বেশুমার অস্তিত্ব! আমার ভেতরেই কতকগুলো আমি?
যারা কিনা হরেক রকমের আবদার নিয়ে বসে আছে;
কারো লোভ, কারো আশা; কারো প্রেম, কারো কামনা -
কারো জন্ম দেবার, কারো খুন করবার ইচ্ছা।

ওরা দ্বিধাগ্রস্থ করে আমাকে,
নীল আকাশের মধ্যে ছড়িয়ে দেয় লাল, কালো, হলুদ;
ধুতুরার পাপড়ি অথবা যে সকল বেমানান!
বিশৃঙ্খলাকেই চাপিয়ে দেয় শৃঙ্খলা হিসেবে।

যখন বলি আমি কিন্তু মানুষ -
কামনা বা ওর মতই কোন এক অস্তিত্ব,
হেসে ওঠে শব্দ করে, মুখ কেলিয়ে বলে – “কিন্তু?”;
ভাবি – তাইতো, আবার ‘কিন্তু’ কেন?
লোভ মিটিমিটি হেসে বলে – ‘কিন্তু’ তো থাকবেই, বাছা!
প্রেম, মমতার মত অস্তিত্বগুলো লজ্জা পায়, মুখ লুকিয়ে থাকে।

শুনশান আমার পৃথিবীতে প্রেমেদের যখন কোলাহল,
তখন এক ফোঁটা কামনার বিষ ঢেলে বলে –
এই না হলে প্রেম? নাকি ঠিক জমে?
তারপর সেই প্রেম, আর প্রেম থাকে না।
আমি জানোয়ারদের নিয়ে বেঁচে থাকি।

সত্য যখন জ্বলজ্বল করে, জ্বলে ওঠে
মিথ্যেরা সব একে একে সাজায় প্রতিরোধ,
কেউ জল ঢালে, কমে দেয় সলতে, কেউবা জোরছে দেয় হাওয়া;
পরাজিত সত্যেরা লজ্জা পায়, লজ্জা পাই আমি।

এরকম দ্বিধায় প্রতিনিয়ত ভ্রষ্ট পথের যাত্রা,
সত্য - মিথ্যেতে লড়াই; অবিরাম আমার সত্যকে সহযোগিতার চেষ্টা,
আমার পরিচয় মানুষ কিনা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর ভাল লেগেছে অনেক কাব্যিকতা মাখা আবেগতায়, যাত্রা অব্যাহত থাকুক। শুভ কামনা , ভোট আর আমার পাতায় আমন্ত্রন ।
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৬
অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৬
জালাল উদ্দিন মুহম্মদ মিথ্যে যখন সত্যকে ছাপিয়ে যায় - তখন দ্বিধা এসে ভর করে । আর সত্যিকারের মানুষ সত্যকে চিনে নেয় দ্বিধাহীন চিত্তে । এ কবিতা সেই পথের দিশারী । দক্ষ হাত। তবে এ কবিতা আরেকটু যত্ন আশা করে। শুভকামনা নেয়ামুল নাহিদ।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৬
আমি নিয়মিতই লেখালেখি করি, কিন্তু ব্লগে সক্রিয় থাকতে পারি না। আজ আপনার সুন্দর মন্তব্যে বেশ আগ্রহ জমছে, ব্লগে নিয়মিত লেখার :) অনেক ধন্যবাদ আপনাকে :)
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৬
Lutful Bari Panna একবিংশ শতাব্দীর এই বিকেল বেলায় ভাবছি, কর্কটক্রান্তি রেখা বুঝি এখান দিয়েই গেছে। কেউ ছিল না, আমি আকাশ আর কতকগুলো বেমানান অনুভূতি; - শুরুটা যে সম্ভাবনার ঝিলিক দিয়েছিলো পুরা কবিতার কোথাও কোথাও তা বেশ খানিকটা ক্ষুণ্ন হয়েছে। তারপরও চমৎকার একটা হাত। আরো একটু ধ্যানে কবিতা চর্চা প্রয়োজন।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৬
অনেক ধন্যবাদ আপনাকে। কথা ঠিকই বলেছেন। আমি লিখতে লিখতেই কেমন দ্রুত শেষ করতে উঠেপড়ে লাগি :( চেষ্টা করব ভাল করার ...
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৬
পন্ডিত মাহী ভাল লাগলো
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬
ধন্যবাদ।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬

০৫ মে - ২০১৪ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫