হলুদ মিছিল

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

ফাহিম ফয়সাল
  • ২২
ভর দুপুরে ছুটে চলছে বাস
তুলনামূলক ফাঁকা,
‘এই ছোলা’ পেছন থেকে ডাক
ছোট ছোট পা দুটি এগিয়ে আসে,
শব্দোৎসের কাছাকাছি হতেই
এগিয়ে আসা দুটি হাত
তুলে নেয় কয়েকটা ছোলা ঝটপট;
‘ভালো করে মাখ পঞ্চাশ গ্রাম,
বেশি করে তেল পিঁয়াজ দে’।

‘মাইখা খাইতে ভালোই লাগে, কী কন?’
অর্ডারদাতা খোঁজেন সঙ্গীর সমর্থন,
ইতোঃমধ্যে তুলে নিয়ে আরো কয়েকটা
করেন পাচার সঙ্গীর হাতে।

‘এই লন’
মাখানো ছোলার ঠোঙা হাতবদল হয়,
‘এইটুকু! ঐ ব্যাটা আরেকটু দে’
বলেই তুলে নেন গোটাকতক আরো।

‘পাঁচ ট্যাকা দেন’,
অর্ডারকারী সামনের দিকে দেখান
‘কন্ডাক্টররে ক’ গিয়া দিয়া দিবো খন’,
সঙ্গী বলেন, ‘কন্ডাক্টর কি দিব?’
‘দিবনা মানে! ওর বাপে দিবো,
নাইলে গাড়ি চালাইবো কি কইরা এই রুটে?’
ছেলেটি নিজের জায়গায় অনড়,
ধমকে ওঠে অর্ডারকারী
‘যা ব্যাটা, কন্ডাক্টাররে ক’,
হ্যায় চিনে আমগোরে ভালা কইরা
শ্রমিক নেতা কি এমতে হইচি!’

ছেলেটি গেটের কাছে গিয়ে টাকা চায়,
‘খুচরা নাই, পরে দিতাছি’
কন্ডাক্টর জানায় বিরক্তমুখে,
ছোলার রঙে মাখা হলুদ ঠোঁট নিয়ে
নেমে যায় গন্তব্যে নেতাদ্বয় ।

খানিকপর
ছেলেটির গন্তব্য এলে তাগাদা দেয়,
ধমকে ওঠে কন্ডাক্টর-
‘অ্যাই ব্যাটা, এতদূর যে গাড়িতে আইলি
তার ভাড়া কেডা দিব?
পাঁচ ট্যাকার ছোলা তার দাম চাস আবার !
যা ভাগ্!’
ঘাড় ধরে নামিয়ে দেয় হেল্পার।

বালক স্তম্ভিতো, অসহায়!
উঠতে পারেনা বুঝে-
আসল দোষীটা কে?
কার প্রতি রাগ করা যায়?

দুপুরের সোনারোদে শুধু
চোখের জলকণায় তাঁর,
ঝিকমিক করে ওঠে
মিছিল এক হলুদ ঘৃণার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দীপঙ্কর বেরা একটু বড় তবে খুব সুন্দর কর ফুটিয়ে তোলা
আফরান মোল্লা অনেক ভাল লাগল কবি।কবিতায় একটা গল্প।খুব ভাল।অনেক শুভকামনা রইল।
মাইদুল আলম সিদ্দিকী বিষয়টা সুন্দর নিয়েছেন শ্রদ্ধাভাজন, সুন্দর বার্তাও আসবে আশা করি। শুভকামনা রইল।
রোদের ছায়া বিষয় নির্বাচন চমৎকার। ছোট ছোট এই ঘটনাগুলো আমাদের চোখ এড়িয়ে যায় কিন্তু কবির চোখে ঠিকই ধরা পড়েছে ছলা বিক্রেতার অসহায়ত্ব। শুভকামনা অনিঃশেষ।
godhuli sondha উফফ! কী অসাধারণ বিষয়বস্তু এবং কী অসাধারণ কাব্যিক প্রয়াস।চিত্ররুপময়। ভালো লাগা , অসংখ্য অসংখ্য ভালো লাগা জানিয়ে গেলাম।
শামীম খান দারুন , খুব ভাল লাগলো । শুভ কামনা ।
এশরার লতিফ এটাকে কাহিনী-কাব্য না বলে ঘটনা-কাব্য বলতে চাচ্ছি। একটা ঘটনার কাব্যিক প্রকাশেরে ভেতর দিয়ে শ্রেণী -শোষণ আর সামাজিক অরাজকতা উঠে এলো। ভালো লাগলো অনেক।
মোঃ মুস্তাগীর রহমান আমাদের চরিত্র এমন হয়েছে....!!
সাদিয়া সুলতানা কাব্যের ঢঙে গল্প বলা। ভাল লাগল ছোট ভাই। এসব ছেলেমেয়েদের দেখে আমি আমার সন্তানদের কথা ভাবি। ভাগ্য। শুভকামনা।
আখতারুজ্জামান সোহাগ একটা পূর্ণাঙ্গ গল্প পেলাম কাব্যকথায়। বুকের মধ্যে টের পেলাম হাহাকার। ভালো লেগেছে। শুভকামনা।

০৫ মে - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫