বনকলমী লতার সান্নিধ্যে

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

শাহ্‌নাজ আক্তার
  • ৭১
  • ৪০
বসে আছি নির্ঘুম চোখে
চারিদিকে নিঝুম নিস্তব্ধতার গাঢ় অন্ধকার
তারই ফাঁকে ফাঁকে
জোনাকি পোকার মিটিমিটি আলো
আগুনে ঝলসানো জ্যোৎস্নার বাহারি রূপ,
ছোট্ট কুটির এ বেড়ার ফাঁক দিয়ে
শীতল বাতাসের আগমনী
প্রসারিত দু-হাত বাড়িয়ে স্পর্শ করি তোমাকে
মাটির গন্ধ শুকে নেই তোমার শরীর থেকে,
আহ! কি সুখ !
আমি হারিয়ে যাই
আমি পাগল হয়ে যাই
তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে
প্রকৃতির সাথে মিলেমিশে বিলীন হয়ে যাই... . . . ।

ভোরের আলো ফুটে উঠে
ঘরের দরজা খুলে সকালের স্নিগ্ধ বাতাসে
আমি দীর্ঘশ্বাস নেই
কি বিশুদ্ধতা !
কি নির্মল বাংলার এই গ্রাম !

শহরের ঐ কংক্রিট জীবন থেকে
পালিয়ে এসেছি আমি তোমার কাছে
তোমার এই সবুজ ঘেরা কাঁদা-মাটির গ্রামে ,
পীচ ঢালা পথ ছেড়ে দিয়ে
তোমার হাতটি ধরে
গাঁয়ের মেঠো পথে হাঁটবো আমি ,
বনকলমী লতার কাছে গিয়ে শুধাবো,
কেমন আছো ?
আমি তো এখন ভালো আছি
বেশ আছি ,
তোমাদের সান্নিধ্যে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. অভিনন্দন
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
অনেক ধন্যবাদ আরফান ভাই ..............
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
রোদেলা শিশির (লাইজু মনি ) আমার ও যে ইচ্ছে করে ........................!
শাহ্‌নাজ আক্তার আপনাদের সবার অকৃত্তিম ভালবাসায় আজ আমি বিমোহিত ,, আমি কৃতজ্ঞ ,, আমি চিরঋণী হয়ে রইলাম |
ইসমাইল বিন আবেদীন খুব ভালো লাগলো গ্রামে ফিরে যেতে পেরে |
মামুন ম. আজিজ নতুনত্ব পাইনা বলে একটু আফসোস..কিন্তু এ কবিতা সরল স্বাভাবিকত ঢংয়েই উন্নত
ওবাইদুল হক আবার আসলাম আপনার কবিতায় কারণ সে দিন ভাল করে পড়তে পারিনি ্ সময়ের জন্য ্ তো এত আবেগ খানা কোন গভীর হতে তুলে আনলেন যেমন (আহ! কি সুখ ! আমি হারিয়ে যাই আমি পাগল হয়ে যাই তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে প্রকৃতির সাথে মিলেমিশে বিলীন হয়ে যাই... . . . । আমার অতি অতি ভাল লাগল । আরো যেমন আমি তোমার মত স্বপ্নের মাঝে মাঝে মাঝে হাটি । আবেগময়তা । ধন্যবাদ ্ পাররে আমার গ্রামে ঘুরে আসিও । ধন্যবাদ ্ উপহার গোপন রাখলাম ।
সোহেল মাহরুফ ভাল লাগলো। অনেক শুভ কামনা।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫