তোমার আমার...

ভৌতিক (নভেম্বর ২০১৪)

কে এইচ মাহাবুব
  • ১১
  • ২৪
উৎসর্গ : ( সুবর্ণাকে )
*******************************

এই তুমি আমায় ভালবাস ?
হাঁ ভালবাসি;ভালবাসি বলেইতো কাছে আসি
বলতো কতটুকু ?
তুমি চাও যতোটুকু ।

আমি বিশ্বাস করি না
আমি বিশ্বাস করি না তোমার মুখে বলাটা ও ,
কারণ তুমি যে অন্য কাউকে নিয়ে ভাবো
বলতে পারো আমার পছন্দ নয় তোমার চলাটা ও ।

ও তাঁর মানে... তুমি বলতে চাও
তুমি চাওনা আমি কারো সাথে কথা বলি,
তোমায় রেখে অন্য কাউকে ভালবাসি...
অন্য কারো সাথে আমি পথ চলি ।

হাঁ ঠিক তাই...তুমি ঠিক ধরেছো...
আমার সংসার তোমার,যদি কেউ কয়
আমার সন্তান তোমার তবে...
তুমি কি গ্রহণ করবে;নাকি পাবে আবার ভীষণ ভয় ।

কেন আমি ভয় পাবো; কিসের ভয়
আমি যে তোমাদের মতো মানুষ আমি ও যে নারী ,
আমার ও যে ইচ্ছে আছে সুখে থাকার ঘর বাঁধার
যার কারণে ছাড়তে পারি আমি আমার ঘর বাড়ি ।


তবে তোমার কথা তাই যদি হয়
আমার সাথে তোমার কেন এতো অভিমান
আমি কোন কথা বল্লেই তোমার কষ্ট লাগে
যেন তোমার উপর আমি চালিয়েছি পৈশাচিক অভিযান ।


সে তুমি চালালে চালাতে পারো
আমার যে নেই নিষেধ নেই বারণ ,
আমি তোমার কাছে জানতে চাইনি
জানতে চাইবো না কখনও;তোমার আচরণের এমন কারণ ।

সে আমি ভাল করেই জানি;তুমিই আমায় বল,
আমি যেন তোমায় তোমার সব অপরাধের সাস্তি দেই,
গায়ে হাত তুলি কঠিন ভাবে মার ধর করি কিন্তু আমি যে তা- পারি না;
আমি যে তোমায় অনেক ভালবাসি আমার যে তুমি ছাড়া আর কেউ নেই ।

কেন পারবে না তুমি; তুমি না আমাকে অনেক ভালবাসো
আমি ভাল হই আমি ভাল ভাবে বাঁচি তুমি তা-চাওনা ?
হাঁ চাই; তোমার ভাল চাই বলেইতো ভাল পথ দেখাই
আমার যে তোমার কাছে আমার জীবনের অনেক আছে পাওনা ।

কিন্তু আমি যে খুবই ভিন্ন একজন মানুষ
আমি আমার বাবা মাকেই ভালবাসি না
আর তুমি বল আমি তোমাকে ভালবাসবো ,
আমার কারো জন্য এখন আর মায়া নেই
আমার কারো জন্য এখন আর মন কাঁদে না
আমি যদি চাই; কখনও আর না তোমার কাছে আসবো ।

আসলে তোমার ভেতর মানুষ নেই;মন নেই
যখন তখন আমায় ছেড়ে চলে যেতে চাও,
একবার ও কি ভেবে দেখেছো আমার জীবনের কথা
কতো কষ্ট পাই আমি ; না কি আর তাতে তুমি সুখ পাও ।

আমার জন্য কি তোমার একটু মায়া ও লাগেনা ?
কতো পথ পাড়ি দিয়ে এ দেহের ঘাম ঝড়িয়ে তোমার কাছে আসি ,
রাত দিন তোমায় নিয়ে ভাবি নাই খাওয়া নাই ঘুম
তুমি না জানলেও স্রষ্টা জানেন;আমি তোমায় কতটুকু ভালবাসি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোস্তফা সোহেল খুব ভাল লাগল ভাই
খুশি হলাম । আসা করি নিয়মিত দেখবেন । ভাল থাকবেন ।
কাজল পাটুয়ারী চমৎকার হল। ভাল লাগল।
আমার পাতায় আসার জন্য অভিনন্দন । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ওয়াছিম সবাই হয়ত ভালোবাসা বুঝে না......... সবাই ভালো বাসতে পারে না।
আমার পাতায় আসার জন্য অভিনন্দন । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সুভকামনা রইল ।
মাহমুদ হাসান পারভেজ ..তোমার ভেতর মানুষ নেই....দাগ কেটেছে কথামালা। ভালো হয়েছে। শুভকামনা।
আমার পাতায় আসার জন্য আপনাকে অভিনন্দন । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
হাদিউল ইসলাম সজীব ...ভাল,বেশ লেগেছে।
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
ভাই সময় খুব কম । তবে চেষ্টা করবো আসার । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
Rex Khan Kamrur কিন্তু আমি যে খুবই ভিন্ন একজন মানুষ আমি আমার বাবা মাকেই ভালবাসি না আর তুমি বল আমি তোমাকে ভালবাসবো , আমার কারো জন্য এখন আর মায়া নেই আমার কারো জন্য এখন আর মন কাঁদে না আমি যদি চাই; কখনও আর না তোমার কাছে আসবো এতো কষ্ট কিসের? ভাল লাগল।
কষ্ট আছে বলেইতো আমি সে কষ্ট আপনাদেরকে দিতে পারছি । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
মুহাম্মাদ লুকমান রাকীব ভালোবাসার আবেগ সুন্দর করেই ফুটালেন কবি। ভাল লাগল। "আমার গল্প কবিতার পাতায় আসার নিমন্ত্রণ করে গেলাম।আসলে ধন্য হব হে প্রিয় কবি বন্ধু।"
সময় পেলে আসবো । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভালথাকবেন, আপনার প্রতি শুভ কামনা রইলো ।
ruma hamid প্রথম চার লাইন ফাটাফাটি তারপর ঝগড়াঝাটি ,তবুও শেষ তাকে জানালেন ভালবাসি .সত্যি দারুন !
আমার পাতায় আসার জন্য অভিনন্দন । আসা রাখি নিয়মিত দেখবেন । ভাল থাকবেন আপনার প্রতি শুভ কামনা রইলো । মন্তব্য আমার পাতায় আসার জন্য আপনাকে অভিনন্দন । আসা করি নিয়মিত আমার লেখা গুল দেখবেন । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ । আপনার প্রতি শুভ কামনা রইলো । ভাল থাকবেন ।
মাইদুল আলম সিদ্দিকী অসহায়ত্ব সংখ্যার জন্য সুপার কবিতা, দারুণ লিখেছেন কবি।
মনতব করার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল তাকবেন ।

০৭ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫