শপথ

প্রত্যয় (অক্টোবর ২০১৪)

হাসনা হেনা
  • ১৩
জীবনের যুদ্ধ আমৃত্যু, টিকে থাকার লড়াই অনাদি কাল হতে;
শুধু সময়ের পরতে পরতে বদলেছে তার ধরণ, বদলেছে তার
কৌশল আর ধীমান আত্ম প্রত্যয়ী মানব সৃষ্টি করেছে লক্ষ্যে
পৌঁছার বিচিত্র পথ, করেছে অসাধ্য সাধন, জেনেছে কত অজানা।

স্বপ্নচারী মানুষ খোঁজে ফেরে পথ, পৌঁছবে সে সুখের ঠিকানায়,
একটি স্বপ্নের মৃত্যু যেন প্রাণের একটি অংশের মৃত্যু, একটু
একটু প্রাণের মৃত্যু জীবনকে করে অসহায়, যন্ত্রণাময় শূন্যতায়
আরাধ্য প্রিয় জীবন হয় অবাঞ্ছিত,অসহ্য,অনাদৃত আর তুচ্ছ।

স্বপ্ন আর আশা নাকি জীবনের বাহন, ভাঙ্গা গড়ার কঠিন ভুবনে
টিকে থাকার লড়াইয়ে শক্তি যোগায় তারা; তাই সবকিছুর অজান্তে
হৃদয়ের উর্বর জমিতে জন্ম নেয় অবাধ্য আকাঙ্ক্ষারা আর প্রাণের
স্পর্শে অঙ্কুরিত হয় বীজ, আলোর পৃথিবীতে বিকশিত হওয়ার প্রত্যাশায়।

নষ্ট বোধের মাঝে জন্ম নেয়া প্রত্যয় সুগম-সুন্দর পথকে করে দুর্গম, পিচ্ছল,
কুৎসিত, নিষ্ঠুর; কেউ কেউ সে পথ পার হয়ে পৌঁছে যায় গন্তব্যে, কেউ কেউ
মুখ থুবরে পড়ে অন্ধকারে, ফুলে ফলে সুশোভিত হয়না তার আশার অঙ্কুর,
তারপর মনের সাথে লড়াই করে আঁকড়ে ধরে অন্যকিছু টিকে থাকার প্রয়াসে।

আস হে স্বপ্নচারীচারী মানুষেরা, আমরা যুদ্ধ করি আত্ম রিপুর বিরুদ্ধে, যুদ্ধ
করি সকল অসত্য অসুন্দর আর অবিচারের বিরুদ্ধে, সত্য, শান্তি ও মানবতা
প্রতিষ্ঠিত হউক সকলের প্রাণে, মিথ্যা আর নিষ্ঠুরতা নিপাত যাক চিরতরে।
আস শপথ করি, পরাজিত করবই সকল অন্ধ বিশ্বাস. হীনতা আর অপশক্তি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর কবিতা ।।
সেলিনা ইসলাম সুন্দর ও সাবলীল কবিতা..প্রশংসিত আহ্বান!
এই মেঘ এই রোদ্দুর প্রতিষ্ঠিত হউক সকলের প্রাণে, মিথ্যা আর নিষ্ঠুরতা নিপাত যাক চিরতরে। শুধুই মুগ্ধতা। অনবদ্য আপি। অনেক ভাল লাগল। আমার লেখাটাও পড়বেন।
এই মেঘ এই রোদ্দুর প্রতিষ্ঠিত হউক সকলের প্রাণে, মিথ্যা আর নিষ্ঠুরতা নিপাত যাক চিরতরে। শুধুই মুগ্ধতা। অনবদ্য আপি। অনেক ভাল লাগল। আমার লেখাটাও পড়বেন।
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর বর্তমানে যে ভাবে গদ্য কাবিতার চর্চা হচ্ছে, তাতে এদের রস পাঠকের পক্ষে আস্বাদন করা অত্যন্ত দুরহ হয়ে পড়েছে। কিন্তু আপনার কবিতা পড়ে সে রকম মনে হয়নি। আর গদ্য কবিতা এমনটা হওয়াই বোধ হয় সমীচীন। প্রত্যেক কবিই যার তার দক্ষতা অনুসারে লিখবেন- তবে সেটা যেন পাঠকের জন্য বোঝা না হয়ে যায়! সুন্দর কবিতার জন্য কবিকে ধন্যবাদ।
জসীম উদ্দীন মুহম্মদ শব্দ, বাক্য এবং গভীর ভাবনা সব মিলিয়ে একটি অনবদ্য কবিতা -------- !!
ওয়াছিম একটি অনবদ্ধ কবিতা। পড়ে মুগ্ধ হতে হয়। বার বার পড়ার মত একটা কবিতা, স্যার।
আশিক বিন রহিম comotkar vhabna.. suvho-kamon
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) মানুষ সপ্নের দাস । সপ্ন হোক আকাশ সমান । কবিতার কথামালা বেস অলংকৃত । ভাল লাগলো ।
ওয়াহিদ মামুন লাভলু কবিতার কথাগুলি খুব মূল্যবান। চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।

০৫ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪