পৃথিবীর বুকে সৃষ্টির মাঝে যত ভালবাসা আছে ,
সবই নগন্য সংসারে মায়ের ভালবাসার কাছে .
সংসারে স্ত্রী পুত্র কননা সবাই হারায় সার্থের টানে,
মা কখনো দুরে সরে যায় না কুন অভিমানে .
সব যন্ত্রণা ভুলে যায় দেখে সন্তানের মুখ ,
দুখকে বুকে নিয়ে কামনা করে সন্তানের সুখ ,
পৃথিবীর বুকে স্রষ্টার এক অপার মহিমা ,
দিতীয় সৃষ্টি নেই পৃথিবীতে মায়ের উপমা .
advertisement