যদি আমারে কিছু দাও
মন দিওনা যেন
ভেঙ্গে যে যায় নিজে নিজে
তারে দেওয়া কেন??
যদি নিতে কিছু চাও
এই মন যেন নিও
ভাঙ্গতে যার সাধ এত
হাত পেতে তারে নাও।
অভিযোগ না হয় যায় সহা
তোমার ভগ্ন হৃদয় নয়
হৃদয়ের না হোক নেয়া দেয়া
আজন্ম বন্ধুতা যেন রয়।
৫-৩-১৩, ঢাকা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।