যৌবন
আছে বা ছিলো
কে আছো কোথায়
সময় এসেছে সময়
জানান দেবার।
রক্ত
বীর বা বীরাঙ্গনার
ধমনীতে কার আছে কোথায়
সময় এসেছে সময়
জানান দেবার।
মুক্তি
আজ ও আগামীর
কে চাও কোথায়
সময় এসেছে সময়
জানান দেবার।
দেশ
সংস্কৃতি ও সমৃদ্ধির
গড়তে কে আছো কোথায়
শাহবাগে আসো ভাই
রাজাকার খেদাই।
৮-২-১৩, ঢাকা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।