শ্রাবণের এক আকাশে তিন চাঁদ

জসীম উদ্দীন মুহম্মদ
০৬ সেপ্টেম্বর,২০১৪

এমনি এক পানকৌড়ি শ্রাবণ সন্ধ্যা বেলায়
আমি
তুমি
আর কৃষ্ণচূড়া,
এক আকাশের তিন চাঁদ
বোধ্য, দুর্বোধ্য, অবোধ্য !

আমি
কোনো এক সরল সরলরেখা, কোন রাখ ঢাক না করেই  
সেদিন নির্জন কৃষ্ণচূড়া তলে দুহাত বাড়িয়ে  
তোমাকে বলেছিলাম, এই নাও তোমাকে দিলাম,  
পারো তো একটু শক্ত করে ধরে রাখো ।  
সাক্ষী ছিল সদ্য অস্তাগামী সবিতা  
ক্রমিক নং এক
আর আমার মনের ভিতরে আকুলি-বিকুলি করা
দু চার চরণ ভুঁইফোঁড় কবিতা
না বলা কিছু শ্রাব্য অশ্রাব্য কথা
আর
এই কনকনে শীতের মাঝেও আমার ললাটের মাঠে
জমাট কয়েক ফোঁটা গোটা গোটা শিশির বিন্দু !

একটি শিরোনামহীন বৃষ্টি স্নাত পাখি
আমার কথায় সায় দিয়েছিল
নিরবে সব শুনছিল ভদ্র বাতাস
তুমি কিছুই বললে না,
এক বিঘত সময় আমার ঘর পোড়া মুখের দিকে
তাকিয়ে থেকে
অতঃপর
নিরব প্রস্থান নিলে
এই ভরা শ্রাবণে আমাকে ভিজিয়ে দিতে পারলে না!

এক সময় থেমে এল মুষলধারা
আমি তখনও ঠিক সেই আগের মতোই দাঁড়িয়ে
আর
আমার সাথে দাঁড়িয়ে আছে নির্বাক কৃষ্ণচূড়া
আমি কোন কথা বলছি না
কৃষ্ণচূড়া সেও কোন কথা বলছে না
এমনি করে কখন পেরিয়ে গেল এক কল্প বছর
আমরা কেউ টের পাইনি
দুজনেই নিরবে-নিভৃতে গুনে চলেছি অপেক্ষার কাল প্রহর !!

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বপন চক্রবর্ত্তী কৃষ্ণচূড়া সেও কোন কথা বলছে না এমনি করে কখন পেরিয়ে গেল এক কল্প বছর আমরা কেউ টের পাইনি দুজনেই নিরবে-নিভৃতে গুনে চলেছি অপেক্ষার কাল প্রহর !! -- সেই কৃষ্ণচূড়া প্রহর কবিতাকে করে তুলেছে রহস্যঘন -- শুভেচ্ছা ভাই
আল মামুন খান দুর্দান্ত লিখনী মন ছুঁয়ে গেলো! অনুপমেয় অনুভূতির অনবদ্য প্রকাশে আমি মুগ্ধ!!
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কাব্য ভাবনার সাথে যোগ হয়েছে হৃদয়ের ছোঁয়া ! খুব ভাল লাগল।
ওয়াহিদ মামুন লাভলু কবিতার প্রতিটি শব্দের মাঝেই আছে ভালোলাগার উপাদান। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
জসীম উদ্দীন মুহম্মদ অশেষ ধন্যবাদ জানবেন ওয়াহিদ ভাই।
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০১৪

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মে ২০২৫ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i