বসন্ত ও ভালবাসার অণুগল্পঃ ভালবাসা থৈ থৈ

জালাল উদ্দিন মুহম্মদ
০২ মার্চ,২০১৩

ঃ তুমি অমন করে তাকাচ্ছ কেনো? কথা বলো, কথা বলছো না কেনো?
ঃ উহু!
ঃ উহু কি! চোখ বন্ধ কর। আমার বুঝি সরম লাগে না?
ঃ সরম কেনো? আমি তোমাকে দেখবো। মন ভরে দেখবো।যখন ইচ্ছে দেখবো। যেমন ইচ্ছে দেখবো। এর মাঝে সরম কেনো? আমি সরম মানি না।
ঃ হায় আল্লাহ! তুমি এত অবুঝ কেনো? কেউ দেখবে যে! লোকে কি ভাববে বলতো?
ঃ আমার চাঁদের কণা, মুখোমুখি বসনা! চোখের প’রে রাখ চোখ। আমি হারিয়ে যাই তোমার চোখের অতলে – । , লোকে দেখবে দেখুক, বুঝবে বুঝুক।
ঃ এত অবুঝ হয়োনা লক্ষীসোনা।
ঃ তবু ভালো অবুঝ বলছো, পাগল বলনি! হা হা –
ঃ মনে মনে বলেছি, তুমি টের পাওনি?
ঃ কি করে টের পাব? আমারতো হুঁশ ছিলো না। আমি যে এই প্রথম দেখলুম তোমায়। আচ্ছা বলতো, তোমাকে যতবারই দেখি ততবারই প্রথম মনে হয় কেনো?
ঃ এ তোমার মনের ভুল। তোমার যা ভুলু মন! কখন যে আমাকেই ভুলে যাবে!
ঃ তোমাকে ভুলতে পারলেতো বাঁচি! তুমিইতো ভুলতে দিচ্ছো না। দেখছোনা তোমার অনিমেষ আঁখি আমাকে সারাক্ষণ কেমন আচ্ছন্ন করে রাখে?
ঃ আহা! ঐ দেখ বাতায়ন--! কেমন সুন্দর দেখ আধখানা চাঁদ! কী মায়াময় এ রাত! জোছনায় ভিজবে চলো?
ঃ তোমার মুখে জোছনার আলো ঝিকিমিকি! চাঁদ চাইনা আমি। তুমি যে চন্দ্রমুখী!
ঃ চোখের পলক ফেল। আমি মরে যাবো যে!
ঃ মরি যদি চল ডুবে মরি —
ঃ অই যে দেখ সোনার দিঘি! জল টলমল।
ঃ ডুব সাঁতারে নামবো নাকি? ভাবছি তোমার কপোলে -----
ঃ আমার কপোলে ? কপোলে কী? বল না –
ঃ না, না, বলবো না।
ঃ এই যে দিলাম আড়ি!
ঃ মুখ ঢাকলে কেন?
ঃ বলবো না!
ঃ আহা বলছি, চোখ খোল।
ঃ না,না, বলবোনা ।
ঃ তাহলে হাত বাড়াও ---
ঃ হাত দিয়ে কী হবে?
ঃ দাওনা দেখি !
ঃ উহু!
ঃ আহা! তোমার হাত থাকুক আমার মুঠোয়। খুল না আঁখি ---
ঃ দেখছোনা আমি কাঁপছি?
ঃ আমিতো কাঁপছি না।
ঃ তুমিও কাঁপছো সোনা!
ঃ অমনি যাক হাজার বছর ।
ঃ কি যেন বলছিলে কপোলে --?
ঃ বলবো না। তুমি যদি চাও দিতে পারি।
ঃ বলনা কী দেবে?
ঃ ঠোঁট যদি ছোঁয়ায় কপোল, তাকে কী বলে?
ঃ দুষ্টু, মহাদুষ্টু তুমি।
ঃ মিষ্টি, মহামিষ্টি তুমি।
ঃ আচ্ছা , ধরো , আমাদের একটা বাবু –
ঃ একটা বাবু! কি যে বল, আমার সরম লাগছে যে!
ঃ বাবুটা হবে তোমার মতো!
ঃ না, তোমার মতো।
ঃ না, দু’জনার মতো!
ঃ কি বলছো পাগলের মতো!
ঃ তোমার বাবুর নাম কি বলো?
ঃ তুমি বল। “বসন্ত” হলে কেমন হয়?
ঃ আহা! “ফাগুন” হলে কেমন হয়?
ঃ আহা! “বাহান্ন” হলে কেমন হয়?
ঃ না, না, “একুশ” হলে কেমন হয়?
ঃ তবে সবগুলো নামই থাক!
ঃ তবে তাই হোক!
ঃ বাহান্ন এলে আসবে একুশ।
ঃ ফাগুন এলে আসবে বসন্ত। ফুটবে ফুল। গাইবে পাখি।
ঃ আগুন লাগবে ডালে ডালে।
ঃ উহু!
ঃ আহা!
ঃ তোমার কপালটা দাও --।, একটা ফুল আঁকবো বলে ।
ঃ কোথায় তুমার তুলি?
ঃ তুলি কেনো?
ঃ ফুল আঁকবে যে!
ঃ আহা ঠোঁট দিয়ে আঁকবো!
ঃ ঠোঁট দিয়ে কী করবে?
ঃ ফুল আঁকবো।
ঃ অই দেখ সরোবর!
ঃ আহা জল টলমল!
ঃ অই দেখ হাঁসা আর হাঁসি।
ঃ করে শুধু হাসাহাসি।
ঃ না, না, ভালবাসাবাসি!
ঃ চল, ওদের ডেকে আনি ?
ঃ আয় আয় হাঁসগুলি – থৈ! থৈ!!  আয় আয় ভালোবাসা, থৈ! থৈ !!

ঃঃঃঃঃ

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া বাহ খুব সুন্দর করে গল্পের ছলে ফাগুন, বসন্ত , একুশ , বায়ান্ন সবই বলেছেন ....ভালো লাগলো...সরম নাকি শরম ?
এফ, আই , জুয়েল # বিরাট ভাব আর ভাবনার অনেক সুন্দর লেখা । = লেখককে ধন্যবাদ ।।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

মার্চ ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i