images

 

বিনিদ্র প্রহরে…

কুয়াশায় ভর করে

উড়ে আসে দীপ্র সুখ

অপস্রিয়মাণ মেঘমালার ভেজা আঁখি পল্লবে

অনির্বেদ  হাসি

বুকে বাঁধে ধ্রুপদী নোঙর…।

পদ্ম-সরোবরে ধুলো-স্নিগ্ধ স্বপ্নের পানকৌড়ি

সিক্ত হয়েছে রূপালী স্নানে –

দ্বৈত-প্রহেলিকায়  বেজে উঠেছে সু-বর্ণিল কুহেলী

দ্রোহী-বেদনার সুপ্ত কান্না -

ভেসেছে আজ স্ফটিক  জলে … ।

দুঃখ কিসের ?

যদি নিন্দুকেরা কিছু বলে !!

জীবনের বালুচরে ভেসে আসে

মুক্ত ভরা ঝিনুক খোলস

প্রেমের অতলান্ত স্নানে ভিজবে সময়

তাতে হৃদয়ের কি দোষ!

পার্বতী মেঘ যদি থমকে দাড়ায়

নদীর শান্ত মোহনায়

তবে নেই ভয় …।

হৃদয়ে প্রোথিত সবুজ নিঃশ্বাসে

জমাট বাঁধবে ধূসর মৃত্যু

 

শুধু জেনে নিও …

অমর ভালোবাসার নেই ক্ষয় ।

fall love