ধূসর পৃথিবী

তানি হক
০৭ ফেব্রুয়ারী,২০১৩

তোমাদের এই ধূসর পৃথিবী আমার ভালো লাগে না

আকাশের ওই শুভ্র রঙধনু... সেতো ছলনার মায়াজাল

তাই ভালোবাসার শপথ নেবার আবেগ জাগে না।

 

রুপালী চাঁদের পাঁজর জুড়ে ধরেছে ঘুণের বাসা  

জ্যোৎস্নার অভিমানী আলোক ছটা...ছায়াপথের গোলক ধাঁধায়    

হারিয়েছে সেই কবে !

দখিনা বাতাসে ভাসে কালো মেঘের মাতাল প্রেম! 

কোমলতায় গড়া নিষ্পাপ আমি..হৃদয় অমূল্য দামি

যদি আঘাত পাই তবে?  

 

নিরেট পাহাড়ের নীলাভ অশ্রু ...সেতো তোমাদের

প্রাণহীন সুখের নীরব ঝর্না !

দেখতে তোমরা পাওনা ...দেখতে তোমরা চাওনা !

 

গোলাপ কলির আঁখি কোনে শুকিয়ে শিশির কণা  

এঁকেছে বেদনার রক্তিম আল্পনা! 

স্বপ্ন-হীন সৈকতে...তামাটে সমুদ্র করে চীৎকার

শুকনো পাতার চিবুক বেয়ে নীল কান্না ছড়ায় আঁধার! 

 

তবুও তোমাদের হৃদয় মরুতে অনুতাপের

এক ফোঁটা বৃষ্টি ঝরে না-

মুখোশের উপর জমানো নকল সুখের খোলস ভেঙ্গে

স্বর্গ সুধার কথা মনে পড়ে না–

 

আমি কোমল প্রজাপতি ...কাঁটার আঘাত সইতে না পারি-

ধূসর পৃথিবী...পাথর হৃদয়...বুকের ভেতর বইতে না পারি-   

 

 

 

 

 

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপসকিরণ রায় ভাই--তানি !সুন্দর একটি কবিতা পেলাম,কিছু কিছু লাইন ত অপূর্ব লাগলো আমার কাছেঃ গোলাপ কলির আঁখি কোনে শুকিয়ে শিশির কণা/ এঁকেছে বেদনার রক্তিম আল্পনা!/ স্বপ্ন-হীন সৈকতে...তামাটে সমুদ্র করে চীৎকার/ শুকনো পাতার চিবুক বেয়ে নীল কান্না ছড়ায় আঁধার! / কিম্বা, তবুও তোমাদের হৃদয় মরুতে অনুতাপের/ এক ফোঁটা বৃষ্টি ঝরে না-/ মুখোশের উপর জমানো নকল সুখের খোলস ভেঙ্গে/ স্বর্গ সুধার কথা মনে পড়ে না–/ অথবা, আমি কোমল প্রজাপতি ...কাঁটার আঘাত সইতে না পারি-/ ধূসর পৃথিবী...পাথর হৃদয়...বুকের ভেতর বইতে না পারি-/
তানি হক অনেক অনেক ধন্যবাদ দাদা ...সময় করে আমার ব্লগে এলেন বলে ..আর আপনার মূল্যবান মতামত ..আমার আগামীর প্রেরণা .. ধন্যবাদ
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১৩
আহমেদ সাবের নশ্বর পৃথিবীর ওপারের অবিনশ্বর ভুবনের মায়াময় হাতছানি। বেশ আবেগময় সুন্দর কবিতা। বানান - জোত্স্নার ( জ্যোৎস্নার ) , দখিণা ( দখিনা অথবা দক্ষিণা ) । "অনুতপ্তের / এক ফোঁটা বৃষ্টি ঝরে না" -এখানে "অনুতপ্তের " বদলে "অনুতাপের" ব্যাবহার কবি ভেবে দেখতে পারেন।
তানি হক অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সাবের কাকা সময় করে আমার কবিতাটি পড়লেন বলে ..বানান ভুলগুলি ধরিয়ে দিলেন বলে আন্তরিক ধন্যবাদ ..এখুনি শুধরে নিচ্ছি ..আর "অনুতপ্তের " বদলে "অনুতাপের" ই বেশি ভালো লাগছে এখন আমার কাছে ..তাই ওটাই দিয়ে দিচ্ছি ...আপনাকে অসংখ্য ধন্যবাদ ..আপনার মূল্যবান পরামর্শ ও মতামতের জন্য ...খুব খুব ভালো থাকুন ..কাকা
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০১৩
Md. Mainuddin ব্লগে লেখার যোগ্যতা আজো অর্জন হয়নি তাই এই বিভাগে আমি অপাংক্তেয়।তবে যেহেতু মন্তব্য করার জায়গা রয়েছে সেই জন্য আনন্দিত হলাম।সত্যিই আপনি অনেক ব্যাথাময় করে লিখেছেন আপনার কবিতা।ভালো লাগলো। আপনার আবেগ্ময়তা আমাকেও ছুঁয়ে যায়।ধন্যবাদ ভালো থাকুন।
তানি হক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ..আপনি যোগাযোগ বরাবর ব্লগে লিখার আবেদন করে বার্তা লিখতে পারেন ..হয়ত আপনার লিখার জন্য ব্লগ খুলে দিতে পারে ..আর সময় করে আমার ব্লগে এসেছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ ..কবিতা ভালো লেগেছে জেনেও আনন্দিত হলাম ..সালাম ও শুভেচ্ছা জানবেন ..ধন্যবাদ
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
সালেহ মাহমুদ অনেক সুন্দর একটি কবিতা, মুগ্ধ হলাম l
তানি হক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ..সময় করে কবিতাটি পড়লেন বলে .. :)
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৩
রোদের ছায়া তানি তোমার সরল মনের প্রতিফলন কবিতা সব সময় পাওয়া যায় ।''' আমি কোমল প্রজাপতি ...কাঁটার আঘাত সইতে না পারি- ধূসর পৃথিবী...পাথর হৃদয়...বুকের ভেতর বইতে না পারি-' খুব সুন্দর লাগলো কথাগুলো । কবিতাটাই অন্য রকম আবেগ জড়ানো । ''
তানি হক অনেক অনেক ধন্যবাদ আপু.. আপনার মন্তব্যে ..আমি আবেগী হলাম :)
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৩
এফ, আই , জুয়েল # " তাই ভালোবাসার শপথ নেবার আবেগ জাগে না। / দখিণা বাতাসে ভাসে কালো মেঘের মাতাল প্রেম! / কোমলতায় গড়া নিষ্পাপ আমি..হৃদয় অমূল্য দামি / স্বর্গ সুধার কথা মনে পড়ে না–/ আমি কোমল প্রজাপতি ...কাঁটার আঘাত সইতে না পারি-/ ধূসর পৃথিবী...পাথর হৃদয়...বুকের ভেতর বইতে না পারি- // "-----, এই লাইনগুলো অসাধারন, আবেগময়ী ও চিত্তের প্রশান্তিকারীও বটে । ভাবনাকে এপার-ওপার তোলপার করে বিভিন্নদিকে এভাবে ঘুরালি কি করে ? এটাই একটা রহস্য । কবিতাটা বিভিন্ন পত্রিকায় পাঠাবার ব্যাবস্থা কর । ব্লগের সব কবিতাই অনেক সুন্দর । এটা অতি সুন্দর । রহস্য , আধ্যাত্মিকতা , ভাবনার বিশালতা---সব কিছুই এতে আছে । এভাবেই লিখতে থাক ।
তানি হক আপনার ভালো লাগায় ধন্য হলাম ভাইয়া ..অনেক অনেক শুভেচ্ছা ও সালাম
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৩

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

অক্টোবর ২০২৪ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i