বাংলা মোদের বচন! ক,
দ্বার খুলেছে বইমেলা,
হৃদয় খোলা হাট
বচন গুলোর খেরোখাতায়,আঁকি বুকি যত শব্দ জট।
বইমেলা মাঘের শীতে,
উঞ্চ কথার ডালা
ছড়া কবিতা গল্প গানে, প্রাণের মেলায় মনটা ভরে।
গুনীজনদের পদভার,
সৃষ্টি সুখের উৎসব যেন
লাল সবুজের স্বপ্ন বোনা, হৃদয় কোনে উল্কি আঁকে।
১৪২২/২০, মাঘ/শীতকাল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।