মেঘ দিয়েছে দীঘির জলে ডুব
দীঘির জল শান্ত নিশ্চুপ
কথা বলে যায় বাতাসের মৃদু শিস
পাখিদের কানে রেখে যায় শুভাশীষ
মাতাল সময় বেঁধে রাখে যেন তারে
ক্ষণিক মনের গুঞ্জন রাখে ধরে ।
ভোরের আভায় বিভোর চোখের কোণ
পদ্মপাতায় কে রাখে তার মন ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।