বাহিরে অঝোর শ্রাবণ, একটু কি আমি বৃষ্টি ছুঁতে পারি অথবা তোমার হাতে হাত রেখে টি এস সির মোড়ে শূন্য রাস্তায় হুড খোলা রিক্সায় তোমার ভেজা চুল আর আমার চোখে সানগ্লাস। আগুন লাগে যেন আমার মনে। এটুকু কি পেতে পারি? বাসনা আমার অল্পই ছিল যেমন চেয়েছিলাম- চন্দ্রিমা উদ্যানে সবুজের মাঝে তোমাকে রেখে চোখের শান্তি পেতে, কখনো বা তোমার শাড়ীর আঁচলে আমার লুকোচুরি । চায়ের চুমুকে চেয়েছিলাম একটা সোনালী বিকাল আমার ডায়েরীতে উঠে আসুক রঙিন হয়ে। ফুচকা আর চটপটির গন্ধে আমি তোমার লঙ্কা মাখা কুঁচকানো মুখ খানা মনে আঁকি। তোমার আর পাওয়া হয় না আমি নীরব দাড়িয়ে থাকি এই বিষ মাখা শহরে আমি শ্বাস প্রশ্বাসে সীসা খাই আর অজুত মানুষ তামাসা দেখে। টোকাই গুলো এই বরষায় আমার সঙ্গি হয় ওদের সাথে আমি ফুটবল খেলি আর মন জানালার কার্নিশ ধরে তুমি আমার খেলা দেখ আমি ভাবি - আর উল্লাসে রোনালদো হয়ে আকাশে উড়ি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর
কবিতায় বেশ আবেগ মিশিয়েছেন, ভাল লাগল। অনেক শুভেচ্ছা আর ভোট থাকল। ভাল থাকবেন।
সেলিনা ইসলাম
অসম্ভব সুন্দর একটা কবিতা! দুই একটা বানান এবং ব্যাকরণগত ভুল আছে(আমার কাছে তাই মনে হয়েছে)। যা সঠিক হলে খুব বেশি ভালো লাগত। আরও কবিতা লিখুন সেই শুভকামনা।
গোবিন্দ বীন
ফুচকা আর চটপটির গন্ধে
আমি তোমার লঙ্কা মাখা
কুঁচকানো মুখ খানা মনে আঁকি।
তোমার আর পাওয়া হয় না
আমি নীরব দাড়িয়ে থাকি
এই বিষ মাখা শহরে
আমি শ্বাস প্রশ্বাসে সীসা খাই
আর অজুত মানুষ তামাসা দেখে।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
মোঃ নুরেআলম সিদ্দিকী
সত্যি অসাধারণ। আপনার ভাবনা গুলে মনের গভীরে ভিন্ন একটা জায়গা করে নিলো ভাই। বেশ চমৎকার। অনেক শুভকামনা ও ভোট, সে সাথে আমার পাতাই আমন্ত্রণ রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।