 
                 
                মেঘের কোন কষ্ট নেই
সে বৃষ্টি হতে জানে
আকাশের গায়ে রঙধনু
হয়ে রঙ ছাড়াতে জানে।
তার বুকের ভেতর
যতই থাকুক কালো
সে জানে সব উড়িয়ে
বাসতে কেমন ভালো
পোয়াতি গ্রহদের জন্মশ্রাব হলে
সে জানে কীভাবে দিতে হবে আলো
রাতের আকাশের যে অগণিত গ্রহ তারা
তা দিনের বেলায় আড়ালে রাখে মেঘ
তাই প্রতিদিন নিঝুম রাত্রিতে
তার বুক ভেদে জ্বলে ওঠে মিটিমিটি তারা
মেঘের কোন কষ্ট নেই 
তাই সে প্রতিবার বৃষ্টি হয়ে ঝরে।
 
                                                    
                                                 
                                                    
                                                 
                                                    
                                                 
             
                     
                     
                    “নভেম্বর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ নভেম্বর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী