বয়সটা যখন তের পার হলো,
দিন চলে তখন এলোমেলো।
লাগে ভালো সব আলো,
বুঝি না তখন মন্দ ভালো।
পড়ায় বসে না মন তখন,
অস্থির লাগে সারাক্ষণ।
মানি না তখন গুরুর আদেশ,
ভালো লাগে না আদেশ উপদেশ।
কথায় কথায় মন খারাপ,
বড়দের সাথে আচরণ খারাপ।
মনে জমে তখন বড় অভিমান,
ইচ্ছে করে দেই গোপণ অভিযান।
আসে পরিবর্তন শরীর মন টায়,
মনটা আবার কি যেন চায়।
লাগে ভালো তখন আকাশ নদী,
মন গহীনে কার যেন ছবি।
যেদিকে তাকায় সেদিকে ফিরি,
শুধু বিপরীতের আহবান করি।
বয়সটা তখন বাঁধন ছাড়া,
চায় মেয়েদের আবেগী সাড়া।
যেখানেই যায় যেদিকে তাকাই,
সব মেয়েদের ভালো লাগা চাই।
যদি না পায় কখনো মেয়েদের সাড়া,
এই জীবন যেন হয়ে যাবে ছানাবড়া।
বন্ধুদের আড্ডায় পায় শুধু ঠাঁই,
বিপরীতের কি আছে কি নাই।
বয়সটা তখন স্বাধীন মনা,
মানতে চায় না নিষেধ মানা।
সদা চলে তখন গোপণ কথা,
বলা যায় না যা প্রকাশ্যে তা।
মনে লাগে তখন অনেক রঙ,
সদা পরিপাটি বস্ত্র আবরণ।
বলিলে কথা কোন রূপসী,
নিজেকে ভাবি অনেক দামী।
হইলে বন্ধুত্ব কোন রূপসীর সাথে,
ইচ্ছে করে ঘুড়ি তাহার সাথে।
আকুলি বিকুলি করে মন সারাক্ষণ,
হইলে প্রেমটা তখন মনের মতন।
ভালো লাগে না খাওয়া পড়া,
যতই থাকুক শাসন কড়া।
হয়ে যায় তখন অনেক কবিতা লেখা,
মন গহীনে থাকে শুধু তার স্মৃতি রেখা।
চলে চিঠি চালাচালি তাহার সনে,
যদিও দেখা হয় প্রতিটি হ্মনে।
এভাবেই পার হয় মোদের কৈশোর,
পায় যদি পরিবারের ভালো আদর।
কিশোরেরা পায় সন্ধান আলোর,
সেও হয়ে প্রতিষ্ঠিত পাবে সমাদর।
২২ অক্টোবর - ২০১৩
গল্প/কবিতা:
৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪