কিসের এত হইচই?
কেন উঠেছে এত রব?
নতুন বছর,নতুন স্বপ্ন,
চারিদিকে নতুন লাগে সব!!
সকালে উঠে সর্বপ্রথম,
পা ছুঁলাম দাদার,
হেসে তিনি বোলে উঠলেন,
বন্ধুত্ব হয়ে গেছে হাসিনা খালিদার।
পান খেতে যখন
ঘরে আসলেন নানি,
জানিয়ে গেলেন আর হবে না,
বিএসএফের গুলিতে আর হবেনা প্রাণহানি ।
খুশিতে আজ টগবগাচ্ছি,
নেই আজ দুঃখের লেশ,
খবর থেকে শুনতে পেলাম,
হরতাল অবরোধ আজ থেকে থেমেছে অবশেষ।
ভবন ধস, সহিংস রাজনীতি,
এসব নিয়েই তো আমার দেশ এই,
এসব একদিন দুর হবে!
এ স্বপ্ন দেখা কি খুব বেশি?
কেন উঠেছে এত রব?
নতুন বছর,নতুন স্বপ্ন,
চারিদিকে নতুন লাগে সব!!
সকালে উঠে সর্বপ্রথম,
পা ছুঁলাম দাদার,
হেসে তিনি বোলে উঠলেন,
বন্ধুত্ব হয়ে গেছে হাসিনা খালিদার।
পান খেতে যখন
ঘরে আসলেন নানি,
জানিয়ে গেলেন আর হবে না,
বিএসএফের গুলিতে আর হবেনা প্রাণহানি ।
খুশিতে আজ টগবগাচ্ছি,
নেই আজ দুঃখের লেশ,
খবর থেকে শুনতে পেলাম,
হরতাল অবরোধ আজ থেকে থেমেছে অবশেষ।
ভবন ধস, সহিংস রাজনীতি,
এসব নিয়েই তো আমার দেশ এই,
এসব একদিন দুর হবে!
এ স্বপ্ন দেখা কি খুব বেশি?
আরও দেখুন