সেদিন তুমি আকাশটাকে সামনে রেখে অনেকটা নীল একমুঠোতে দস্যিপনা আমার সাথে খেলার চলে দে-দোল-দোল পেঁজা তুলোর মেঘের পাহাড় স্বপ্নেবোনা I আমার চোখে বৃষ্টি ভেজা জলের ফোঁটা জমছে অনেক অভিমানী গীতবিতান ছুট্ছ তুমি উথালপাতাল অনেক দূরে তোমার গলায় মাতাল করা আনন্দ গান I পিছিয়ে পড়ে আমি তখন ডাকছি তোমায় একটু দাঁড়াও,হাতটা ধর...কোথায় তুমি ! তুমি তখন মেঘের সাথে খুনসুটিতে মুচকি হেসে বললে আমায়...এই তো আমি I অনেক দূরে আমায় ফেলে নীল আকাশে মাতাল তুমি হারিয়ে যাওয়ার অবাধ নেশা মেঘ মিশেছে তোমার চুলের আলিঙ্গনে কাঁপছে তোমার চোখের পাতা,স্বপ্নেমেশা I আজকে তোমার স্বপ্নগুলো ছুটতে জানে তোমার পথে আজকে কোথাও নেই তো আমি পিছিয়ে পড়ে ছুটতে গিয়ে রক্তক্ষরণ পাই না তোমায়,হারিয়ে গিয়ে নিম্নগামী I তবুও ওই রক্তটাকেই সঙ্গী করে তোমার জন্য পিছিয়ে থেকেই এগিয়ে চলা অন্ধকারে হাতড়ে বেড়াই অন্ধ হয়ে কোথায় গেল অতীতগুলো গল্পবলা I দূর থেকে তাই চেঁচিয়ে বলি এগিয়ে চলো আমি ছাড়াই ছন্দ অনেক, অনেক ভাষা পিছনেতেই থাকব আমি রক্তমাখা আমার দেহের রক্তে তোমার যাওয়া আসা I
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।