শেষের কবিতা

অবহেলা (এপ্রিল ২০১৭)

অতীন্দ্র দানিয়ারী
  • ৭৯
আমায় সবাই ভালোবাসে
শরৎ,শীত,হেমন্ত,নদীর ছলাৎ ছলাৎ বা একমুঠো চৈতি বাতাস।
সকালের রোদ আমার কাছে এসে সব বলে যায় – বলে ওর ভালোলাগা,পছন্দ,অপছন্দ ।
সেদিন তো মেঘ এসে ডিরেক্ট বলল, চলনা কবি নিরুদ্যেশে যাই
হাতে হাত রেখে অনেক দূরে, ফেরার আগে কোনোদিন ফিরব না।
পূর্ণিমার চাঁদটাতো বড় হ্যাংলা
আমার জানলায় এসে ঘ্যান ঘ্যান করে,জ্যোৎস্না ছুড়ে ছুড়ে বলে
এই পাগল তুই আমার, চলনা ওই ঝরনাটার পাশ দিয়ে হারিয়ে যাই
অন্য কোথাও, অন্য কোনোখানে......
আমার হাসি পায়,ওরা শুধু যেতে চায় – দূরে আরও দূরে...
ওরা আমার কাছে থাকে না,আমার চোখের জল হয়ে টপ টপ করে ঝরে পড়ে না।
ওরা হারিয়ে যেতে চায় কিন্তু খুঁজে পায় না,
খুঁজে পায় না আমার যন্ত্রণা,শুনতে পায় না আমার আর্তনাদ,
বুঝতে পারে না আমার অব্যক্ত দীর্ঘশ্বাস।
চিৎকার করে বলি – চলে যাও,সবাই চলে যাও
আমার কান্না,যন্ত্রণা,দীর্ঘশ্বাসই আমার প্রেম
‘যারে আমি রাখিয়া এলেম,
অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্যেশে
পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে - কালের যাত্রায়’।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতায় যেমন উপমা,শিল্প তেমনি ভাব ভঙ্গি.... এক কথায় দারুন কবিতা। শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
অতীন্দ্র দানিয়ারী সত্যিই যদি আপনি নিজেকে আমার ভাই হিসেবে ভেবে থাকেন তাহলে সত্যি বলছি, এটা আমার খুব বড় পাওয়া। না, আমি আপনার কথায় আঘাত পাই নি, আপনার বলার ধরনে খারাপ লেগেছিল। আপনার খুতখুতেমি আমি বুঝেছি, সেটা যুক্তিযুক্তও। মন থেকে আমরা যদি ভাই হয়ে থাকি তবে দেখা হবেই। শুভেচ্ছা রইলো। আমি টাইমস অফ ইন্ডিয়ায় সাংবাদিকতা করি এবং নাটক করি। নিজের দল আছে। নাটক, চিত্রনাট্য(ছবি, সিরিয়াল, তথ্যচিত্র ইত্যাদি) লিখি। একটা কাজে বাংলাদেশে যাওয়ার কথা চলছে। মনে হয় দেখা হবে, ভাল থাকবেন। আরও অনেক লিখুন।
সুজায়েত শামীম আপনাকে লিখছিলাম মোবাইল ফোন দিয়ে। শেষ হওয়ার আগেই বেকায়দা চাপে ছাপা হয়ে গেলো। ভাবছিলাম, এলোমেলো টাইপিং ও অগছালো কথায় বিরক্ত হলেন বুঝি ! মূল যে কথাটা শুরুতে বলা হয়নি, আপনার কবিতা পড়ে ভাল লাগার পরও একটু খুতখুতানি লাগছিল এই ভেবে যে বাংলা কবিতায় ইংরেজি শব্দের বাংলা উচচারণ না দিলেও পারতেন কবি। সমালোচনা বা আদেশ হিসাবে নয়, নিজের মত বলেছিলাম ঠিক হলো না। আমার কথায় আপনি আহত হয়ে থাকলে সরি। আর একটু মজা করতেই পরে লিখেছিলাম আপনি আমার ছোট ভাই বা ছাএ নন। তবে এই সুএে আপনি আমার ভাই। হয়তো কোন না কোন দিন সামনা সামনি হবে পরিচয়।
অতীন্দ্র দানিয়ারী আপনার ছোট ভাই হতে পেরে ভাল লাগছে, তবে ছাত্র হতে গেলে তো আপনাকে গুরু হতে হবে। এগিয়ে চলুন...শুভেচ্ছা রইলো।
সুজায়েত শামীম ভাই আপনারে কেন আমি নির্দেশ দিতে যাবো। আআপনি আআমার ছছোট ভাই ননা ছাএ।
সুজায়েত শামীম ভাই আপনারে কেন আমি নির্দেশ দিতে যাবো। আআপনি আআমার ছছোট ভাই ননা ছাএ।
অতীন্দ্র দানিয়ারী 'ঠিক হলো না' মানে নির্দেশ, আর 'ইংরাজী শব্দের ব্যবহারটা না হলেই ভাল হত'র মত বাক্যকে বলে সমালোচনা। সমালোচনা করা যেতেই পারে কিন্তু নির্দেশ দেওয়ার আগে বাংলা কবিতা এবং কবিতা নিয়ে আর একটু পড়াশুনা করলে ভাল হয়। ভাল থাকুন, ভাল লেখালিখি চলতে থাকুক।
সুজায়েত শামীম কবিতায় ইংরেজি Direct word use এর বিষয়টি ঠিক হলো না। লেখালেখি চলতে থাকুক।

০৫ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫