বয়ে গেছে কতটা সময় আমার আমিকে চিনতে? পারছিনা আজ হিসেব মিলিয়ে সরল অঙ্কে গুনতে। বয়ে গেলে যাক, হিসেবের খাতা শূন্যই থাক, অথবা ভরাট, তবুও জানি পেরিয়েছে আজ, জীবনের টালি খাতা হতে গড় আয়ুর অর্ধেকটাই।
লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি; ‘কী পেলাম- কী দিলাম’ এ জীবনে আর নাই ভাবলাম; এই একা আছি বেশ, অস্তাচলের পর থাকবেনা রেশ। কাটিয়েছি এতটা যুগ সে তো তোমাকেই ভেবে ভেবে! তোমারে আমার করে পাইনি বলেই তো আছি জেগে, নইলে এতদিনে দ্বৈত সংসারে আকন্ঠ যেতাম ডুবে।
ভালোবাসা-বাসির যে তীব্র উত্তেজনা পেয়েছি আমি তোমার কল্যাণে, সেতো আছে জমার অঙ্কেই। তোমার রসালাপে লুকিয়ে থাকতো শরীর মিলনের প্রক্রিয়া, যৌনতার ব্যাপার-স্যাপার,কেমন একটা রোমাঞ্চও হতো বুকের গহীনে, যেখানে হাতুড়ি পিটায় অবিরাম।
তুমিই আমার সব, সে তুমি যে-ই হওনা কেন, তোমার সঙ্গে আমার শরীরি ভালোবাসা হয়নি ব্যস; এতটুকুইতো। হয়ত আমি ছিলেম তোমার বুকে হয়ে এক মোমের মূর্তি। আর তুমি আছ আমার হৃদয়ে, হয়ে জ্বলজ্বলে এক সোনার প্রতীমা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
এত সুন্দর কবিতায় ভোট দিতে না পেরে মন খারাপ হল ... আপনাকে ধন্যবাদ রইলো ।
জাকিয়া জেসমিন যূথী
প্রথম দুই প্যারায় ছন্দ খুব ভালো গতিতে এগুচ্ছিলো বলে মনে হলো। শেষে এসে যেন একটু নড়েচড়ে গেলো। তবুও সুন্দর, আগাগোড়া পুরোটাই। জীবনের বাস্তবতা মিলেমিশে রয়েছে কবিতাটিতে। সুন্দর।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।