বিবর্ণ ক্যানভাস

শুন্যতা (অক্টোবর ২০১৩)

কুতুব উদ্দিন জাফরান
  • ৫৮
যেদিন তুমি ক্ষুদে বার্তা পাঠালে মুঠোফোনে
সেদিন সন্ধ্যার গুমোট হাওয়া হঠাৎ আন্দলিত হয়েছিল,
কি এক দুর্বার আকর্ষণ আর ভালোলাগার আবেশ,
লজ্জায় লাল হওয়া, নাকের দু'পাশে জমে ওঠা
বিন্দু বিন্দু ঘাম সবই ছিলো।
আকাশ ভরা তারা ছিল, নদীর জলে ঢেউ ছিল,
মহগনি গাছের খসখসে শব্দ তার মগডালে শালিক দম্পতির
সাজানো ঘরের সুখ স্বপ্ন সবই ছিল।

তারপর মুখপুঁথিতে বসে দীর্ঘ আলাপ, পরিচয়, জানা-বোঝা
আর ভাবনার ডিঙি চরে দিগন্তবিহীন সাগর পাড়ি দেবার পালা।

চলেছি এঁকে সোনালী হলুদ, লাইট গ্রিন আর গাঢ় গোলাপী রঙে তুলির আঁচড়ে
আমার হƒদয় ক্যানভাসে তোমার মুখচ্ছবি,
গায়ের পোষাক, তোমার পড়ার টেবিল, শোবার খাট।
দেখেছি তোমার চোখের অতি গভীরে স্ফটিকাকার জল,
নদী, নৌকো, রঙিন পাল তুলে চলেছে ছুটে প্রণয় অভিসারে।


তোমার তীক্ষè-তীব্র জীবননাশী ডিসিশনে ক্ষত-বিক্ষত হলো ক্যানভাস।
গোলাপী, হলুদ আর সবুজ রঙ বেদনা মেখে হয়ে গেল নীল,
বেদনার ব্যাঞ্জনায় পলেস্তারা পলেস্তারা খসে ফিরে গেলো ইজেলে।

যদি পারো তবে বলো, ঘুচবে কি আঁধার?
ঘবে কি পূর্ণ ডিটেলে আজকের এই শূণ্য খাঁ খাঁ ক্যানভাস।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাকিয়া জেসমিন যূথী খুব সুন্দর কবিতাটি। তবে আগের সংখ্যায় পড়ায় মিস করেছি বোধহয়।
তানি হক যদি পারো তবে বলো, ঘুচবে কি আঁধার? ঘবে কি পূর্ণ ডিটেলে আজকের এই শূণ্য খাঁ খাঁ ক্যানভাস।। - ... খুব ভালো লাগলো আপনার কবিতাটি ... ধন্যবাদ জানবেন
অাপনকেউ ধন্যবাদ অাপু। অাপনার অনুপ্রেরনা অামার পাথেয় হযে থাকবে।
হিমেল চৌধুরী যদি পারো তবে বলো, ঘুচবে কি আঁধার? ঘবে কি পূর্ণ ডিটেলে আজকের এই শূণ্য খাঁ খাঁ ক্যানভাস।। ......... বেশ সুন্দর কবিতা।
অাপনকেউ ধন্যবাদ । অাপনার অনুপ্রেরনা ভীষন ভালো লাগলো।
মোঃ ইয়াসির ইরফান ভীষন ভালো ।
ধন্যবাদ জানবেন, শুভেচ্ছা রইল।
ওসমান সজীব দারুন কবিতা
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...তোমার তীক্ষ-তীব্র জীবননাশী ডিসিশনে ক্ষত-বিক্ষত হলো ক্যানভাস...। ভাল লিখেছেন, ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।

২৫ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪