তুমি বেশ বদলে গেছ

শুন্যতা (অক্টোবর ২০১৩)

এম. গোলাম মাহমুদ শিশির
  • 0
  • ১৫৬
এখনও আমার এই হৃদয় মালঞ্চে
শুধু একটি নারীর বসবাস।
সে হচ্ছে তুমি; আমার প্রিয়তমা
যাকে আজও খুঁজে ফিরে আমার এই দস্যু দুই নয়ন।

কেন জানি তুমি বেশ বদলে গেছ
বদলে গেছে তোমার অবুঝ মনটা
বদলে যাবেইনা কেন বল?
পৃথিবীর সবাইতো একদিন বদলে যায়।

জানো সাথী, শুধু বদলে যাইনি আমি নিজে,
সেই আগের মতই তোমাকে ভালবাসি আজও।
তোমার দৃষ্টিতো এখন অনেক ওপরে;
যেখানে স্পর্শ করার মত আমার সাধ্য নেই।

আমি তো সামান্য একজন মানুষ,
অসামান্য কিছু হওয়ার ইচ্ছেও আমার নেই।
তাই শুধু তোমার স্মৃতিগুলোকেই সম্বল করে আমি বাঁচতে চাই
এই নিষ্ঠুর পৃথিবীতে।

না হয় নাইবা পেলাম তোমার অমূল্য ভালবাসা,
তাতে আমার এতটুকুও কষ্ট নেই।
বরং আমি দূর থেকে ভালবেসে যাব শুধু তোমাকে
নিরবে, নিভৃতে সারাটা জীবন।

হয়ত ঐ দূর আকাশের সমস্ত নীলগুলো একদিন ফুরিয়ে যাবে,
অফুরন্ত সব নীল।
তোমার এতটুকু সময় হলে একপলক চেয়ে থেকে দেখো
আমার নীলাভ চোখের নীলগুলো সেদিন ফুরিয়ে যায়নি।

আমি তো তোমার কাছে এখন একটা ভাঙ্গা কাঁচ;
যার কোনই মূল্য নেই।
ভাঙ্গা জিনিসের আবার কিসের মূল্য থাকবে বল?
আমাকে শুধুই শোভা পায় রাস্তার কোন এক ডাষ্টবিনে।

যদি কোনদিন পৃথিবীর সমস্ত ভালবাসাগুলো ঘৃণা হয়ে যায়,
সেদিনও আমার ভালবাসা রবে নিষ্পাপ।
কোন ঘৃণা নয়, নয় কোন অভিযোগ
চিরকাল তোমার প্রতি রবে আমার নিষ্পাপ সেই ভালবাসা।

আমার না বলা কষ্টগুলো আমারি থাক
তবুও চির সুখী হও তুমি,
তোমার সুখগুলোতো আমারি সুখ;
কারণ তুমি আমার প্রাণের প্রিয়তমা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক সত্যি কারের ভালোবাসার প্রতিচ্ছবি ... অনেক অনেক ভালো লাগা রইলো ।
খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৪
ওয়াছিম খুবই সুন্দর একটা কবিতা, বুঝছেন কবি সাহেব।
খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৪
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৪
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
রোদের ছায়া আপনার গল্প আর কবিতা পর পর পড়লাম, মনে হল একই বিশয়কে কেন্দ্র করে লেখা । আর কবিতার আকার গল্পকেও ছাড়িয়ে গেছে । ভালোই লাগলো আবেগে জড়ানো কথামালা।
খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৪
সূর্য নির্লোভী ভালবাসার কথকতা ভালো লেগেছে।
খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৪
মিলন বনিক ভালো লাগলো...শুভ কামনা.....
খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৪
ইন্দ্রাণী সেনগুপ্ত motamoti laglo ...
খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৪

১৯ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪