তোমাকে চায়

কামনা (আগষ্ট ২০১৭)

মোঃ মাহামুদুর রহমান সিদ্দিকী
  • ১১
নিস্তব্ধ মেঘাস্পদে রাতের আঁধারে,
ব্যথিত হৃদয় মম কেবল খুঁজে ফিরিছে তোমায়।
বেদনার গ্লানি অক্ষিপক্ষ্ণে অশ্রুকে স্বাগত জানিয়েছে,
বিষন্ন মন সেজেছে পরাজিত সৈনিকের সাজে।
হিংসা-দ্বেষ ভুলে অস্থিরতার তাড়নায়
অনুভূতিগুলো হয়েছে উন্মাদ,
চিচ্ছায়ায় আলাপন যেন ক্রমশ চলেছে অশরীরী ছায়ার সাথে।
প্রশ্নবিদ্ধ হয়ে অনন্তের পানে চেয়ে গুনে চলেছে অগণিত তাঁরা,
নির্ঘুম চোঁখ অকস্মাৎ হারিয়েছে উদাস কোমল কল্পনায়।
অবাক বিষ্ময়ে গহীন নিরালয়ে,
নির্বাক হয়ে ভেবে চলেছে কত অজানা মুহূর্তকে।
শুনেছে অদূর থেকে ভেসে আসা মায়াবী কণ্ঠস্বর;
নিষ্কম্প্র-স্থবির হয়েছে যত গতিময়তা।
মেনে নিয়েছে আত্মার আকুতি
হয়েছে নিয়ন্ত্রণহীন অশ্রুজলে সিক্ত,
চেয়েছে প্রেম ভিখারী হয়ে নিযুতবার জানাতে,
এ মন শুধুই তোমাকে চায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া বেশ ভালো লেগেছে। ধন্যবাদ
ফেরদৌস আলম কবিতার বার্তাটি অনেক দামী! অনেক অর্থবহুল কবিতা। ভোট রইলো।
অনেক ধন্যবাদ, ভাই। কৃতজ্ঞতা রইল।
গোবিন্দ বীন চিচ্ছায়ায় আলাপন যেন ক্রমশ চলেছে অশরীরী ছায়ার সাথে। প্রশ্নবিদ্ধ হয়ে অনন্তের পানে চেয়ে গুনে চলেছে অগণিত তাঁরা, নির্ঘুম চোঁখ অকস্মাৎ হারিয়েছে উদাস কোমল কল্পনায়। অবাক বিষ্ময়ে গহীন নিরালয়ে, নির্বাক হয়ে ভেবে চলেছে কত অজানা মুহূর্তকে।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) লেখায় একটা মাদকতা লক্ষ করা গেল , আমার বেস ভাল লেগেছে < সুভ কামনা ও আমার পাতায় আমন্ত্রন।
ধন্যবাদ, নাজমুছ - ছায়াদাত ভাই।
নূরনবী সোহাগ দারুন সব শব্দের ব্যবহারে কবিতাটা পেয়েছে এক অন্য মাত্রা। ভোট অনায়সে দিলাম
ম নি র মো হা ম্ম দ শব্দের সুন্দর বুননন!অসাধারণ ভালো লাগলো, আমার কবিতায় আপনার মূল্যবান মন্তব্য ও ভোট আশা করছি!
অনেক ধন্যবাদ, ভাই। কৃতজ্ঞতা রইলো।
Fahmida Bari Bipu কবিতায় ভোট দিলাম। কারণ বেশ লাগলো কবিতাটি। তবে 'চেয়েছে প্রেম ভিখারী হয়ে নিযুতবার জানাতে, এ মন শুধুই তোমাকে চায়।' এই লাইনটি একটু বেমানান মনে হলো। একটু গুছিয়ে লেখা যেত কি?
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ফাহমিদা আপু। ভালো লাগছে যে আপনার মন্তব্য পেলাম আমার কবিতায়। মূলত কবিতাটি আমার অনেক আগে লেখা ছিলো। পুনরায় চোঁখ বুলানোর মত সময় হয়নি। কর্মব্যস্ততায় ডুবে অনেকদিন ব্লগে লেখা দেয়া হয়না। তাই হয়তো যত্ন কমে গিয়েছে। তবে হ্যা, ঐ লাইনটি আরো দুএকটি শব্দে আরো বেশি অলংকৃত করা যেত। আবারো ধন্যবাদ, শিক্ষণীয় পরামর্শের জন্য।
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখাটা পড়ে মনটা সিক্ততা লাভ করলো। বেশ চমৎকার। অনেক শুভকামনা ও ভোট রইলো কবি.... সময় হলে আমার পাতাই ঘুরে আসুন

০৮ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ফেব্রুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ফেব্রুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী