সতত আড়ালে তুই

দিগন্ত (মার্চ ২০১৫)

মলয় অধিকারী
  • 0
সতত ধুলিভরা এই শহর, তার বাতাসে আজ সজীবতা!
বুনো হাওয়াই দুলছে মেহগনি, বিশাল বট সাথে গুল্মলতা।
এই লেক যেখানে নিজের ছায়াটুকুও দেখতে পারেনা কেউ,
সেখানেই আজ প্রানের ধারা, বয়ে চলেছে অগনিত ঢেউ।

পিচঢালা রাস্তা আর অসংখ্য চাকা, ঘর্ষনের পর ঘর্ষন
সভ্যতাকে ব্যঙ্গ করতেই কি আজ, নেমে এলো বর্ষন?
আমিতো এসবে নেই! আমি শুধু দেখি, দেখি আর ভাবি-
বল, আমাকে তুই আর কোথায় কোথায় নিয়ে যাবি?

রিকশা করে যাচ্ছে মেয়েটা, ডাক্তার সে, গায়ে এপ্রোন-
বেলোয়াড়ী বাতাসে উড়ছে চুল, আনমনা তার মন।
তোরও কি এমন হয় মাঝে মাঝে, চুল ওড়ে বাতাসে-
আনমনা হয় মন, হঠাৎ আসা দুঃখ কিংবা হতাশে?

কাচখোলা জানালায় ছোট্ট মেয়েটা, গায়ে লাল ফ্রক
অবাক চোখে দেখে এদিক-ওদিক, হাতে সাপলুডুর ছক।
তুই কি ফিরিস শৈশবে, নাঙ্গা পায়ে দিস জলামাঠে দৌড়,
শাপলা বিলে যেতে দিলনা বলে কেঁদে রাত করিস ভোর?

বন্ধুটির সাথে সাবলীল মেয়েটা, হাতে গাড়ো নীল চুড়ি
মিষ্টি করে বলল ছেলেটাকে ‘তুমি নাটাই আমি ঘুড়ি’।
তুইও কি এভাবে স্বপ্ন দেখিস, প্রজাপতি হয়ে উড়বার
অথবা গভীর রাতে কামিনী হয়ে গন্ধ ছড়িয়ে দেবার?

ফুলে সাজা গাড়ি বেনারসী শাড়ি গলায় মল্লিকা হার
মেয়েটা কাঁদছে সুখে কিবা দুখে, পাশে প্রিয়তম তার।
তুই কি কখনও নিঝুম দুপুরে একাকি বুনিস স্বপ্নজাল
তোরই সুরে সুরে প্রিয়তমা বলে, কেউ মেলাবে ছন্দ-তাল?

মেঘে মেঘে খেলা কাটে সারা বেলা, ছায়া হয়ে সাথে তুই
কখনোবা দেখি কখনোবা ভুলি, কখনোবা তোরে ছুই।
আসে যে আধার নামে যে বৃষ্টি, ভিজে ভিজে হই সারা
এ পথ আমার থামবে কোথায়? তুই ছাড়া আমি দিশাহারা।

রাজপথ একা দিনের যবনিকা, আমি তবু ঘুরে মরি-
আমার এ চলাচল তোকে ছাড়া বল, কেমনে সাঙ্গ করি?
যদি তার কাটে আমি ঘুমে গেলে, কি করে যে চোখ বুজি
তুই ভালোবাসা, শুধু মিছে আশা? না জেনে তোরেই খুঁজি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রবিউল ই রুবেন সুন্দর. ভোট করলাম.
সোহেল আহমেদ পরান সুন্দর । ভাললাগা রইলো
মোহাম্মদ সানাউল্লাহ্ ছন্দে ছন্দে চমৎকার শব্দ সম্ভারে সাজিয়েছেন দারুন কাব্যগাথা ! বেশ ভাল লাগল ।
রুহুল আমীন রাজু বেশ ভালো লাগলো ..... কবিকে শুভ কামনা . (আমার পাতায় 'কালো চাদ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো )
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন ভাল লাগল।পাতায় আমন্ত্রন রইল।
শেখ শরফুদ্দীন মীম ভালো লেগেছে। ভোট রেখে গেলাম। শুভকামনা রইল। আমার কবিতাটি সময় করে পড়বেন।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫