স্বঘোষিত মহারাজ

আমি (নভেম্বর ২০১৩)

হাসান ইমতি
  • ৪০
আমার একান্ত ব্যক্তিগত আমিকে আমিই প্রতিনিয়ত ভাঙ্গি,
আমার পুরনো আমিকে এই আমিই বারবার ভেঙ্গেচুরে ফেলি,
বহুবার ভেঙ্গে ফেলি, ভেঙ্গে ফেলি, নিত্য নতুন স্বরূপে, অধরা
নতুন উচ্চতায়, না পাওয়া নতুন পূর্ণতায়, আকাঙ্ক্ষিত নতুন
মহিমায়, স্পর্ধিত নতুন শৌর্যে, সম্পূর্ণ নতুন করে, পরিপূর্ণ
করে গড়ে তুলবো বলে । সম্পূর্ণ মানুষ করে তুলবো বলে ।

আমার আমিকে আমি রোজ নতুন করে আবার গড়েও তুলি,
আমার এই নিজস্ব ভুবনে আমিই স্রষ্টা, আমিই তার সেরা সৃষ্টি,
আমিই প্রকৃতি, আমিই জীবন, আমিই সমাজ, আমিই নিয়ম,
আমিই সংসার, আমিই লেখক, আমিই কবি, আমিই শ্রোতা ,
আমিই পাঠক, আমিই আম জনতা, আমিই নির্যাতিত মজলুম,
আমিই নিষ্ঠুর জালিম, সেই আমি, আমিই আবার সুবিজ্ঞ হাকিম।

আমিই নাটক, আমিই মঞ্চও, আমিই লেখক, আমিই কুশীলব,
আমিই সুধী দর্শকমণ্ডলী, আমিই মুগ্ধ ভক্তকুল, আমিই বিদগ্ধ
সমালোচক, আমার সৃষ্ট এ জগত কেবল আমার, আমার একান্ত
ব্যক্তিগত , আমার রচিত, আমার স্বৈরশাসিত, এ জগত আমার ।
এই আমায় শাসন করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই আমায়
বিধি নিষেধের বারণ করার, কেউ নাই নিয়ম অনিয়মের লাল চোখ
রাঙ্গানোর, আমি সুবিশাল, আমি অপার প্রকৃতির মতো স্বাধীন, চির
সবুজ, আমি বিহঙ্গের মত মুক্ত, আমি দিক চক্রবালের মত অবারিত,
আমিই স্বঘোষিত মহারাজ, দোর্দণ্ড প্রতাপ, দণ্ডমুণ্ডের কর্তা বিধাতা ।
কেবল আমার ভাগ্য বাঁধা মহাকালের চির অলঙ্ঘ্য দেয়ালে,
কেবল আমার হাত পা বাঁধা নিয়তির সুকঠিন লৌহ শেকলে,
কেবল আমার হৃদয় বাঁধা জাগতিক পিছুটানের বেড়াজালে,
কেবল আমার প্রিয় ভালোবাসা গড়া মানবিক কষ্টের আদলে,
কেবল আমার শৃঙ্খলিত জীবন গড়া সুখ স্বপ্নের মায়াজালে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক শেষের লাইনগুলো খুব খুব ভালো লাগলো...চমত্কার...
রোদের ছায়া আমিতে আমিতে আমিময় কবিতা । নামটিও যথার্থ হয়েছে । শেষ স্তবকটুকুও নির্মম সত্যভাষণ।
অশেষ ধন্যবাদ, ওটাই কবিতার পাঞ্চ লাইন যেমন সত্যি জীবনেরএ অমোঘ দুর্লঙ্ঘ নিয়তি, তেমনি সত্যি মানব মনের ঐ চিরন্তন আকুতি ।
ছন্দদীপ বেরা সুন্দর একটি বড় কবিতা ।
Rumana Sobhan Porag খুব সুন্দর একটি কবিতা।
অশেষ ধন্যবাদ ও অভিনন্দন ।।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর একটি কবিতা । বেশ সুন্দর, আবেগময় ও প্রানবন্ত ।।
তানি হক কেবল আমার প্রিয় ভালোবাসা গড়া মানবিক কষ্টের আদলে, কেবল আমার শৃঙ্খলিত জীবন গড়া সুখ স্বপ্নের মায়াজালে ।... অনুভূতিগুলো অসম্ভব গভীর ... অনেক অনেক ভালো লাগা রইলো ভাইয়া ।।
অশেষ ধন্যবাদ তানি ... ওটাই কবিতার পাঞ্চ লাইন যেমন সত্যি জীবনেরএ অমোঘ দুর্লঙ্ঘ নিয়তি, তেমনি সত্যি মানব মনের ঐ চিরন্তন আকুতি ।
আলমগীর সরকার লিটন দাদা কবিতা ভাব ভাল --অভিনন্দন--

১৯ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪