শুরুটা মনে আছে তোমার? তুমি কিছুতেই চাইছিলেনা আমার সামনে দাঁড়াতে তারপর হঠাৎ যখন মুখোমুখি হলাম আমরা তুমি তখন আধোমুখে দঁাড়িয়ে আমি হাতটা বাড়িয়ে দিলাম তোমার দিকে তুমি ইতস্তত কাঁপা কাঁপা হাতে ছুঁলে আমার হাত তারপর ধরা গলায় বললে- "আমি .........."। -" হুম, জানি, আমি .........."। -" দ্যাখো, নতুন একটা রিং কিনেছি, মানিয়েছেনা?"
আমি অবাক হলাম তোমার এতটা সহজে কাছে আসায়,এতোটা সাবলীলতায়। তুমি বসলে আমার পাশে, তারপর যেন খুলে বসলে গল্পের ঝুড়ি ।
আমি মুগ্ধ শ্রোতা হয়ে রইলাম রিনিঝিনি তোমার কন্ঠস্বর ছড়িয়ে পড়লো আমার চারপাশে, তারপর ভেঙে পড়লো শত চূর্ণতায় চূর্ণতার পূর্ণতায় ওরা যেন হয়ে উঠলো আবেশী স্বপ্ন রাজ্য।
সেদিন কলা ভবনের সামনে পুকুরের শ্যাঁওলা জড়ানো বাঁধানো সিঁড়িতে বসে - নিজের শুদ্ধতা- পূর্ণতার আশ্চর্য এক ছবি এঁকে তুমি আমায় সাহস যুগিয়েছিলে স্বপ্ন বুনতে।
সেই সব স্বপ্নে তুমি কখনো আবেগী কখনো অভিমানী কখনোও বা অবুঝ প্রেমিকা।
কোন এক দৃশ্যপটে - মাঝ রাতে আমার ঘুম ভেঙে গেছে হয়ত তুমি তখন ঘুমুচ্ছ- রাজকন্যা। আমি আলতোকরে ছোট্ট একটা আদর রেখেছি তোমার কপালে কিংবা ঠোঁটে - অমনি আমায় অবাক করে - তুমি ঝাঁপিয়ে পড়েছো আমার বুকে................
এমনি কতশত স্বপ্ন জালে আমি আনাড়ির মত হাতড়েছি তোমায় তখন আমার মুগ্ধতার সাতরং জুড়ে শুধুই তুমি।
★★★★★★★★★★ তারপর? তারপর হঠাৎ একদিন তোমার সময় হলো ভুলে যাবার - আমার সময় হলো মুখ ফেরাবার, পৃথিবীর প্রতিটা ব্যর্থ সম্পর্কের এ এক অমিমাংসিত সমাপ্তি। না, দোষ আমি দেবোনা তোমায় কারণ ভালোবাসা শব্দটা শুধু আমার ই জানা ছিলো, তোমার নয়।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।