প্রেম মানি না

শহীদ দিবস (ফেব্রুয়ারী ২০২১)

আব্দুল্লাহ আল মাহমুদ
  • 0
  • ৭২

প্রিয়, তোমাকে মানি, তোমার প্রেম মানি না।
অবহেলা মানি তবু ভালোবাসা মানি না।

যুদ্ধভূমিতে তোমাকে নির্মম পরাজিত-নিরস্ত্র করি
তবু তোমার গায়ে আঁচড়ও পড়তে দেই না।
তোমাকে হারিয়ে দিতে চাই, তোমাকে হারাতে চাই না।

প্রিয় প্রেয়সীর মন,
তোমার পরিশুদ্ধ আঙুলের ডোগায় যে আবেশি চর্চা
তার বড় খদ্দের আমি
তবু ওই গাঢ় আবেশে মাতাল হই না।
তোমার উচ্ছ্বাসে মাতি না।

তোমার বিষন্ন-বেদনায় মন ডুবিয়ে উদ্ধার করি শ্রেষ্ঠ জীবনবোধ
তবু তোমার দর্শনে সাধি না
তোমাকে ক্যানভাসের ছবি মানি, জীবনের রঙ মানি না।

শ্বাসত প্রেমে অমলিন প্রিয় তোমার যৌবন দেহে
এতো জল চারিদিকে, একফোঁটা ছুঁয়ে দেখি না।
এতোদিনে দেহবিন্যাস ভুলেও রোজদিন পূজো করি তোমার, তবু প্রতিমা গড়ি না।

তোমাকে তিনটে লাল টকটকে গোলাপ দেই,
গলায় পরাই মুক্তো মালা, গালে ছড়াই লজ্জা আবীর
তোমাকে অনন্য-শ্রেষ্ঠ সাজিয়েও চোখ তুলে দেখি না।
মনপ্রেমে ছুঁই তবু দেহপ্রেমে মাতি না।

তোমাকে ভাঙি, মচকাই, আহত করি আবার বাচিঁয়ে তুলি
তবু ভোরের পাতায় তোমাকে খবরের শিরোনাম করি না।

মাঝরাতে তোমার ভীষণ জ্বরে দম নেই
কপাল ছুঁয়ে গরম-ঠান্ডার তাপমান করি
সযত্নে তোমার জ্বর গিলে খাই।
তুমি চোখ মেলে তাকালেই, আমি মিলিয়ে যাই।
তোমার অসুখ হই, ভালো থাকা হই না।

একদিন ভালোবেসেছিলাম ওই সরল ঠোঁট আর শুদ্ধ আঙুল
তাই দিনশেষে ছেড়ে দেই সব দাবি
তোমার জন্য মুক্ত করি আমার আকাশ
ভালোবাসা বাঁচাই দাবীহীন মুক্তিতে
তোমার জন্য মুক্তিকে কিনি, অধিকার কিনি না।



প্রিয় মানবী মন
তুমি ভোরের শিউলি।
বাতাসের বিশুদ্ধ উচ্চারণ হয়ে একটু পরেই মাটিতে লুটোবে তোমার সাদা যৌবন।
শিশিরের জল শুষে খাবে তোমার কৃত্রিম শ্বাস-প্রশ্বাস
তোমার ওই লুন্ঠিত মনে স্বপ্ন জমিয়ে রাখি না।
তোমাকে মানি, তোমার মন মানি না।
তোমার অবহেলায় বাঁচি তবু ভালোবাসায় বাঁধি না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra প্রেমাপ্লুতভরা লেখা। ভাল লাগল।এগিয়ে যান।শুভ কামনা।

০৯ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪