ঘাঁ পঁচা দূর্গন্ধ বেরোচ্ছে

ক্ষোভ (জানুয়ারী ২০১৪)

দুখাই রাজ
  • ১০
  • ২৮
আহত হইনি, তবু
দগদগে ঘাঁ গুলো শুকোতে সময় লাগছে,
জীবনের খন্ডচিত্রগুলো ধীরে ধীরে
ঝাপসা হয়ে বিলীন হচ্ছে কাল থেকে কালান্তরে।

আধপঁচা ক্ষতের মামড়ি খুঁটে খুঁটে
চুলকানি মুক্তিতে রত হাতের আঙুলগুলো।
হিপ হপ গানের উত্তেজনা দমন হতে যেমন সময় লাগেনা,
তেমনি নিকোটিনের চাহিদাও দমে যাচ্ছে নিকোটিন সেবন শেষে।
তেমনি ঘাঁ পঁচা দুর্গন্ধও থেমে থেমে বাতাসে ছড়াচ্ছে।

ভুল আফ্রোদিতির প্রেম,
ভুল করেই বিলুপ্ত হয় লোকান্তরে।
সঠিক উত্তর গুলোও ভুল প্রমানিত হয়
ভুল উত্তরের ভিড়ে।

সবুজের প্রান্তে লালের আভায়
লাল সবুজের সংসার পেতেছে।
সবুজের গর্ভে লাল ডিম্বাশয় নিষেকের অপেক্ষায়-
রঙ হারিয়ে বিবর্ণতা ধারন করছে।
লাল আর সবুজের সঙ্গমে শেষ-মেষ
কালো সন্তানেরই জন্ম হলো বোধ হয়!
কু সন্তানেরই জন্ম হলো বোধ হয়!

কু এর রাজ্যে কে-যে সু? তা
গত ৪২ বছরেও উদ্ধার করা যায় নি।
আদৌ!
আদৌ কী সু-এরা বেঁচে আছে?
জীবনধারী মৃত লাশের স্তুপের
নিচ থেকে পঁচা গন্ধ বেরোচ্ছে আজো।।
আজো!
ঘাঁ পঁচা দূর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে।।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দীপঙ্কর বেরা Ek dom thik kotha, bhalo laglo
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪
মোঃ মহিউদ্দীন সান্‌তু বেদনা সিক্ত ক্ষোভ, ভালো লাগলো খুব।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৪
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৪
রোদের ছায়া 'আদৌ কী সু-এরা বেঁচে আছে?' আজকাল সন্দেহ হয় , হয়ত বেঁচে নেই .... কবিতায় গভীর ভাবনার প্রতিফলন ভালো লাগলো..
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৪
এশরার লতিফ দেশকে নিয়ে গভীর বেদনার কবিতা, ভালো লাগলো অনেক। তবে এটা মানছি না যে লাল আর সবুজের মিলনে কু'এর জন্ম হয়েছে, হয়তো এটা কবির আক্ষেপের কথা।
সুমন কবিতা শেষের প্রশ্নের উত্তর তো কবিতাতেই আছে। যেমন করে চোরেদের বাজারে সত্যের মূল্যায়ন নেই ঠিক তেমনই "সঠিক উত্তর গুলোও ভুল প্রমানিত হয় ভুল উত্তরের ভিড়ে।"....... দারুন হয়েছে কবিতা।
ভালো লাগেনি ৮ জানুয়ারী, ২০১৪
ভাইয়া, আপনার কোটেশন টুকু সঠিক, এ লেখাতেই রয়েছে সকল উত্তর।। তারপর ও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য।।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৪
মাসুম বাদল কবিতায় ভালোলাগা
ভালো লাগেনি ৬ জানুয়ারী, ২০১৪
ভালবাসা গ্রহন করবেন বাদল ভাই।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৪
আলমগীর সরকার লিটন বেশ অনুভূতির কবিতা--
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৪
লিটন ভাই ভেতরের যে ক্ষোভগুলো গুমরে মরে তাই লিখেছি। আর তা আপনার অনুভুতিতে স্পর্শ. করেছে দেখে কিছুটতৃপ্তি কাজ করছে অন্তরে। ভালবাসা আপনার তরে।
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৪
এফ, আই , জুয়েল # কঠিন বাস্তবতার কথা কবিতায় চলে এসেছে । কবিকে ধন্যবাদ ।।
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০১৪
এফ.আই.জুয়েল ভাই, এই যে একটি পতাকা পেয়েছি, এই পতাকাই তো আমাদের মা। আর এই মায়ের গর্ভে শেষ পর্যন্ত. কি আমরা কালো বা কু হিসেবেই বেচে থাকব?
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৪
সূর্য যে দেশে ভোটের নিক্তিতে মানুষের ওজন দেখে জনগন সে দেশে "সু" এরা বেঁচে থাকা আর না থাকা সমার্থক। এখানে পুরো জনগোষ্ঠীর মানষিকতা বদলাতে হবে। যা কোন দল, কোন নেতা বলবে না। কে চায় হৃদয় খুঁড়ে বেদনা কুড়াতে? তার চেয়ে জনগনকে সচেতন বলে পঞ্চবার্ষীক পরিকল্পনায় চামড়া তোলাই ভালো। গোল্ডফিস ম্যামোরীর জনতা পাঁচ বছরের অত্যাচারে আগের পাচেঁর কষ্ট ভুলে আবার তাদের আপন করে নিবে। কবিতা ভালো লাগলো তবে পুরো তৃপ্ত হতে পারলাম না।

২৮ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪