সব অপেক্ষা ফুরাবার পর
জীবনের অসম্পূর্ণ গল্প নিয়ে
কোনও এক কার্তিক নক্ষত্রর নীচে
ঘুমিয়ে যাবো
এই জেনে
হৃদয়ের গাঢ় বেদনা কভু ফুরাবার নয় ।
জীবনের অসম্পূর্ণ গল্প নিয়ে
কোনও এক কার্তিক নক্ষত্রর নীচে
ঘুমিয়ে যাবো
এই জেনে
হৃদয়ের গাঢ় বেদনা কভু ফুরাবার নয় ।
আরও দেখুন