হঠাৎ শীতল বায়ু বয়ে নিয়ে আসে বসন্তের আসনী সংকেত তখন মাটিতে আছড়ে পড়ে মরা লালচে পাতার দল হিমের বিদায়ে কৃষাণী বুনে লঙ্কা ক্ষেত সরিষা ক্ষেতে শিশির করে টলমল সুমধুর সুর উঠে কোকিলের নব আনন্দের গানে ঠিক তখন_ মৌ মৌ সুভাষিত ফাগুনের দিনে...।
দু’জোড়া স্বপ্নময়ী আঁখি করে আলিঙ্গন পৃথিবীর সমস্ত রং তখন হুটোপুটি খায় আকর্ষণ করে ঠিক চম্বুকের মতন; সমস্ত ব্যস্ততা লেগে থাকে প্রজাপতির ডানায় অঙ্কুরিত হয় শিরোনামহীন কবিতার প্রথম শব্দ পৃথিবীর সমস্ত অন্ধকারের পথ হয় রুদ্ধ।
মাত্র একবার দৃষ্টি বিনিময়ে বলা হয় দু’যুগের কথা এভাবেই কেটে যায় চৈত্রের তারা ভরা রাত হঠাৎ আড়াল হলে বাড়ে পর্বতের মত ব্যাকুলতা জীবনের যোগ বিয়োগ অংক মিলাই হাতে রেখে হাত দু’জোড়া চোখের কাছে হারমানে ঘুমের রাজকুমার মনের জানালায় হামাগুড়ি দেয় রঙিন স্বপ্নের জালবোনার।
যদি না হয় কোন প্রহরে কবির সাথে দেখা মনে হয় মরে গেছে পৃথিবীর সমস্ত নক্ষত্র এই বুঝি থেমে গেল শিরোনামহীন কবিতা; একে একে চলে গেল বসন্ত , গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত মাধবী লতায় জড়িয়ে যায় কবিতার ছন্দ ক্ষণিকের মোহে ডুবে তাও হল অন্ধ।
মোঃ সাইফুল্লাহ
খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা :০১৯১১-৬৬০৫২২।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।