তৃতীয় মৃত্যুর পর

শ্রমিক (মে ২০১৬)

আহমাদ সা-জিদ (উদাসকবি)
  • ১১
তৃতীয় মৃত্যুর পর!
ক্ষুধা, তৃষ্ণা, স্পৃহা, সংকোচ; সংশয়-
আশা, স্বপ্ন-সাধ, জর-জড়তা-ভয়
চাহিদা, কামনা, বাসনা সব করেছি জয়!
চিত্তের (Heart) বৃত্ত ত্যাগ করে, হয়েছি অমর!!
তৃতীয় মৃত্যুটা ছিল আকস্মিক ও ভয়ংকর
যখন সহকর্মী শুধায়, অর্থ-কড়ি, গাড়ি, বাড়ি-ঘর?
বললাম, ওসবের কী এমন দরকার?
জীবনে মূল্যবোধ আর চরিত্রই সার!
জৈবিক প্রয়োজনে সামান্য অর্থ, বেশিটাই অহঙ্কার।
মালিক বললেন কৌতুক করে (ridicule), অহঙ্কারই ধন!
বললাম, অর্থের নয়; চরিত্রের অহমটাই প্রয়োজন
মিছে সব, মূল্যহীন! তবুও তাই ব্যস্ততায় সারাক্ষণ!
মালিক ও সহকর্মী বললেন, তোমার কী আছে?
ওদের অট্টহাসিতে পাতা ঝরে গাছে
বললাম, শিক্ষা, সংস্কার, চরিত্রের সততা আমার কাছে।
কী মূল্য(cost) ওসবের? যদি না থাকে অর্থ!
ওরা বলে অট্টহাসিতে; তোমার জীবনটাই ব্যর্থ
কে শিখে বলো কাগুজে বিদ্যা, বিনা স্বার্থ?
তুমি তো নিয়মের বাইরে, খন্ডিত স্বর-
ভুগবে(suffer) নিজে, ভোগাবে সবাইকে জীবন ভর
কৌতুক(fun ) করে বলে, তুমি তো নিয়মের উর্দ্ধে উঠে হয়েছ অমর।
জীবনের অসাড়তা পেলাম তখনই আমার, খেলাচ্ছলে
তৃতীয় মৃত্যু হল আমার ধরিত্রী তলে
জীবনের মূল্য পাব, কতবার মৃত্যু হলে?
***********************
এখন আনন্দে হাসি না
দু:খ-কষ্টে কাঁদি না
হাওয়া আর জলে ভাসি না!
অনুভূতিহীন, নির্জীব (Lifeless), স্পন্দনহীন (languorous) যেন এক আয়নাঘর!
সকলেই আপনার, নিজে শুধু পর।
চারদিক থেকে মনুষ্যগুলো চেঁচিয়ে বলে, তুই অমর (eternal )
***********************
প্রথম মৃত‌্যুটা ছিল অনাকাঙ্খিত, বাস্তবতা শেখার
শিক্ষা জীবন পেরোতেই বুঝলাম, জীবনটা একার
দুই বছর বেকার; বুঝেছি তখন- শিক্ষা-সনদগুলোই(certificate) বেকার!
সুপারিশ(recommendation ),কিংবা ভুয়োদর্শন(experience)বিজ্ঞতা
যে সব ছিল না "পাঠ্য বইয়ের পাতা"
বুঝলাম এখন- কী শিখেছি সব ব্যঙের ছাতা!!
দ্বিতীয় মৃত্যুটা হল পরবাসের পর-
শিক্ষা-চরিত্র-সংস্কারের সকল সনদ দিয়ে কবর
চাকুরী নিলাম কাঁচাবাজারে, ইতালির রোম শহর!
হাতে ঝাড়ু দিয়ে-
বললাম, ভূমি তুমি দ্বিধা হও আমায় নিয়ে
ধ্বনীতে ধ্বনীতে বাজল লড়াই, আকাশ-পাতাল কাঁপিয়ে!!
**************************
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর সুন্দর ফরমেটে কবিতা খুব সুন্দর হয়েছে । আমার পাতায় আমন্ত্রণা ভোট রইল
ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।
Md.Nazmul Hasan Shanto চমৎকার লাগলো , বাংলা কিছু শব্দের সাথে ইংরেজি শব্দগুলু কিছুটা অন্যরকম খোরাক পেলাম । শুভ কামনা কবির প্রতি ।
ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।
মোহাম্মদ সানাউল্লাহ্ মালিক আর সহকর্মী ইহজাগতিক অর্থে সঠিক হলেও কবির বিশ্বাস চিরন্তন সত্য । দারুন ভাল লাগা কবিতা । প্রাপ্যটা রেখে গেলাম ।
ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।
সেলিনা ইসলাম খুব ভালো একটা কবিতা। আরও সুন্দর সুন্দর কবিতা লিখুন সেই শুভকামনা।
ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।
ইমরানুল হক বেলাল motamoti valo golpo likchen. aponar lekhar hat poriskar, tobe English na lekle aro valo hoto, donnobad,
ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।
রেজওয়ানা আলী তনিমা ইংরেজী শব্দ না ব্যবহার করলেই ভালো হতো মনে হচ্ছে। যা হোক পরীক্ষানীরিক্ষা করা ভালো, নতুন কিছুর চেষ্টা সবসময়েই স্বাগতম।ফল কখনো ভালো হবে কখনো নয়। ব্যাপারনা। চালিয়ে যান।
ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন।
গাজী সালাহ উদ্দিন আপনার লেখার ভাব অনেক অনেক ভালো ।ভালো লাগলো ।
ধন্যবাদ। আপনার মন্তব্যে আপ্লুত!! ভালো থাকুন নিরন্তর
কেতকী আপনার কবিতা পড়েতো আমি নিজেই উদাস হয়ে গেলাম! মৃত্যুর ধরণগুলোর উপস্থাপন বেশ লেগেছে। তারকা চিহ্ন আর বন্ধনীর ভেতরের ইংরেজি শব্দ কিছুটা বাহুল্য মনে হয়েছে। চমৎকার বোধের কবিতায় ভোট রইল।
মোহাঃ ফখরুল আলম কবিতা আবার পড়লাম। আমার বিবেচনাবোধ থেকে ভোট দিলাম।
জয় শর্মা (আকিঞ্চন) বাহ! বেশ তো। চমৎকার ভাবনীয় লেখনী। ভোট রইল।

১৮ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫