দিগন্ত ছোঁয়া ভালবাসা

দিগন্ত (মার্চ ২০১৫)

এম এ রউফ
  • ১২
  • ৪৯
একটি ফুল কত যতনে
চোঁখে চোঁখে রাখলাম
যাকে দেখে মুগ্ধ হয়ে
কত ছবি আঁকলাম
কেন যে সে ঝড়ে গেল
আজও বুজলাম না
তবুও তার আশায় আশায়
স্বপ্ন দেখে চললাম।
ভেবেছিলাম পাবো তাকে
দিগন্ত বিস্তৃত কাঁশবনের ঐ ফাঁকে,
আঁড়াল থেকে উঁকি মেরে
দেখব চুপিচাপে।
শিশির ভেজা সকাল বেলায়
খেলতে যেতাম মাঠে,
আঁড় চোখে সে দেখত আমায়
খেলায় কি যে ঘটে।
দুরন্ত সেই খেলার কথা আজও পরে মনে
পরষ্কার দিতে হাজির হতো কত গুণী জনে,
গণ্যমান্য ব্যাক্তিরা সব উপস্থিত থাকত তাতে
মনে হতো বলবে- তারে ভালবাসি যাতে।


পারিনি বুঝতে তোমার মুখের ভাষা
দেখতাম চেয়ে চেয়ে,
চুপিসারে কে যেন বলে যেত আমায়
আমার কথা তুমি ভাবছ মনে মনে
কত স্মৃতি পরে আছে
জাম গাছটির তলে,
অদৃষ্ট হল সব মেঘের ভেলায়
দেখা না আর মেলে।
ভেঙ্গে দিল সব স্বপ্ন আমার
ঝড় কালবৈশাখী এসে,
দিগন্ত সে পথ আরও দীর্ঘ হল
ভাবলাম বসে বসে।
ভালবাসা কখনো বদল হয় না
কাউকে একবার ভালবাসলে,
তাইতো আম্মার সেই দিগন্ত ভালবাসা
বুকে আজও জ্বলে।
একটি ফুল কত যতনে
চোঁখে চোঁখে রাখলাম
যাকে দেখে মুগ্ধ হয়ে
কত ছবি আঁকলাম
কেন যে সে ঝড়ে গেল
আজও বুজলাম না
তবুও তার আশায় আশায়
স্বপ্ন দেখে চললাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এম এ রউফ মার্চের শুরুর দিকেই ভয় নিয়ে কবিতা লিখলাম, ভাবছিলাম শেষের দিকে দিব কিন্তু ২৬ তারিখে পেজ খুলে দেখি জমা দেয়ার তারিখ ওভার ।খুবি কষ্ট পেলাম।
তাপস এস তপু ভোট রেখে গেলাম। শুভকামনা রইল, সাথে আমার লেখা দেখবার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ ভাই...অবশ্যই
Arif Billah ভাল লাগা রেখে গেলাম
দোয়া রাখবেন ইনশাআল্লাহ...
মোহাম্মদ সানাউল্লাহ্ ভাল লাগল সুন্দর কবিতাটা ! ভোট রেখে গেলাম ।
এত কষ্টের মধ্যেও আজ কেন জানি হৃদয়টা হাহাকার হয়ে উঠতেছে, জানি যদিও এটা একটুখানি সুখানুভূতি আপনাদের ভোট দিয়ে আমাকে অনুপ্রেরণার দেয়ার জন্য। এখন মনে হচ্ছে আমি পারব। অশেষ ধন্যবাদ আপনাকে। ভোটের সাথে দোয়াও রাখবেন।
রুহুল আমীন রাজু অনেক সুন্দর ...ভালো লাগলো .(আমার পাতায় আমন্ত্রণ রইলো )
ধন্যবাদ রুহুল আমীন ভাই।
মির্জা মুকুল আবেগের কি দারুন প্রকাশ ! ভাল লাগল ।
ভাল লাগাটাই একজন লেখকের কাছে সবচেয়ে প্রিয় এবং সার্থকতা। ক্ষুদ্র এই লেখকের পক্ষে ধন্যবাদ আপনাকে।
রবিউল ই রুবেন ভালো কবিতা। ভোট করলাম। আমার ‘তাঁরার মালা গাঁথি’ কবিতাটা পড়ার আমন্ত্রণ রইল।
অন্তরে প্রেরণা জাগালেন।ওনেক ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ গ্রহণ করলাম। দোয়া করবেন....
ভোটটা জরুরী না। ভাল লাগাটাই একজন লেখকের কাছে সবচেয়ে প্রিয় এবং সার্থকতা। যেহেতু এটা প্রতিযোগিতার প্লাটফরম সুতরাং এটারও প্রয়োজন কেননা,এটি লেখক হিসেবে পরিচিতিতে সাহায্য করে।
প্রিন্স ঠাকুর সুন্দর কবিতা। ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
ধন্যবাদ। অবশ্যই পরব ভাই...
গোবিন্দ বীন একটি ফুল কত যতনে চোঁখে চোঁখে রাখলাম যাকে দেখে মুগ্ধ হয়ে কত ছবি আঁকলাম কেন যে সে ঝড়ে গেল আজও বুজলাম না তবুও তার আশায় আশায় স্বপ্ন দেখে চললাম।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
শেখ শরফুদ্দীন মীম সহজ ভাষায় ভালো লিখেছেন। সময় করে আমার কবিতাটি পড়বেন।
ধন্যবাদ ভাই। পরে ফেললাম....

১৫ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪