কলেজ থেকে বের হয়ে একা আমি

নববর্ষ (ডিসেম্বর ২০১৩)

অবাক ভালোবাসা
  • ৬১
কি খবর? কি করো? আরে না না না, এখন না... “এই যে ভাই আপনাকে ডাকে” । জী ভাই বলেন । আচ্ছা আমার সাথে যে আপনার ধাক্কা লাগছে এটা কি তুমি লক্ষ করেছ । জী না ভাইয়া । কারও সাথে যদি ধাক্কা লাগে তো কি করতে হয় । আসলে ভাইয়া আমি বুঝতে পারিনি যে আপনার শরীরের সাথে আমার ধাক্কা লাগছে, মোবাইলে কথা বলতেছিলাম তো । যাই হোক আমি sorry ভাইয়া । আসলে আমি বুঝতে পারিনি যে আপনার সাথে আমার ধাক্কা লাগছে । হু ভালো । কি করো তুমি? ভাইয়া আমি student পড়ালেখা করি । ওহ আচ্ছা, ভালো । গ্রামের বাড়ি কোথায়? জী ভাইয়া ফরিদপুর । কোন কলেজে পড়? ভাই Daffodil এ । হু, ঢাকা থাকো কই? ফার্মগেট । ফার্মগেট কোথায়? রাজা বাজার । আমারে চিনো? জী না ভাইয়া । কখনো টিভিতে, পেপারে আমারে দেখ নাই? না, আর দেখলেও মনে নেই । আমার নাম জানো? না । আমার কষ্ট লাগতেছে, তুই আমারে চিনিস না । আমার নাম বাবু, ধানমণ্ডির সবাই পিস্তল বাবু বলে চিনে, তুই তুই আমারে চিনিস না ।
ওহ ভাইয়া আসলে...... শোন আমি যদি তোরে রাস্তায় ফেলে গুলি করে মেরে ফেলি । তাহলে কি তুই আমার কিছু করতে পারবি? না । আমি যদি তোরে মারি তোর মা সারা জীবন কাদবে আর আমারে অভিশাপ দিবে । হু । তো তোরে আমি মারব না । তুই ছাত্র মানুষ পড়া লেখা করিস । তোরে যদি আমি বা আমার কোনো পোলাপান গুলি করে বা রস্তায় গাড়ির তলে ফেলে মেরে ফেলে তোর কি কিছু করার আছে? না । আচ্ছা ভাইয়া আমি Sorry । ঠিক আছে । আমি আসি । দাঁরা, শোন এই ধানমণ্ডি এলাকায় কারও ক্ষমতা নাই আমার উপরে কথা বলে । (ভাই আপনি এখানে? শোন, ও ছাত্র মানুষ কখনো ঝামেলা করবি না । ঠিক আছে ভাই । যা ) । ওরা হচ্ছে আমার বাচ্চা-কাচ্চা । শোন ওরাতো মাথা নষ্ট পোলাপান । ওদের মিষ্টি খাওয়াইতে হয় । আর মিষ্টি খেতেতো টাকা লাগে । ভাইয়া বুজলাম না । মিষ্টি খাইতে টাকা লাগেনা । হ্যাঁ । কিন্ত আমার কাছে তো টাকা নাই । দেখি? এই দেখেন মানিব্যাগ খালি । এটা কি? কত টাকা আছে কার্ডে? না ভাই কার্ডে কোন টাকা নাই । যা ছিল কলেজে দিয়ে দিছি আজ । আজ দিছিস? না দুইদিন আগে, এখন কোন টাকা নাই । আবার বাড়ি থেকে টাকা পাঠাবে তখন টাকা হবে । আচ্ছা । ব্যাগে কি? ভাই বই-খাতা । আর কি? আর কিছুই নাই? সত্যি আর কিছু নাই? আছে friend এর একটা Laptop । কি লাপটপ? Hp । core কত? জানিনা । সত্যি জানিস না? সত্যি জানিনা । laptop use করতে জানিস? একটু একটু । বের কর । ভাইয়া আপনি বুতেছেন না কেন আমারে ফোন করতেছে । বাসায় যেতে হবে । আমি কি তোর laptop নিতে চাইছি । না । আচ্ছা ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিবেন? যদি কখনো কোনো ঝামেলায় পরি আপনারে ফোন দিলাম... হু ফোন নাম্বার তো অবশ্যই দিব । laptop টা বের কর । ভাইয়া এখন না । আপনার ফোন নাম্বার টা দেন । আচ্ছা নে ০১৯xxxxxxx৫ । ধন্যবাদ । যদি কোন সমস্যা হয় ফোন দিবি । জী ভাই । আসি । যা । বলেই দ্রুত ওভার ব্রিজ পার হয়ে শুক্রাবাদ বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সোজা রাজা বাজার, যদিও পকেটে একটা টাকাও নাই । কিছু দুর যাই আর পিছে ফিরে দেখি যে সন্দেহমুলক কেও আসে কিনা । কিছু দুর যাওয়ার পরে রিক্সা মামা medicine কিনবে । তাই ঔষধ এর দোকানের সামনে রিক্সা রাখল । আমার মনে হতে লাগলো এও মনে হয় তাদের দলের একজন । কিন্তু না । ঠিকমতো বাসার সামনে এসে পোওছালাম । বাসার নিচে দাড়িয়ে রাব্বি ভাইকে ফোন দিয়ে বললাম ২০ টাকা নিয়ে নিচে আসতে । তারপর রিক্সার টাকা দিয়ে সোজা রুম । ঘটনাটা রুমের সকলের সাথে share করলাম । সবাই একট আকটু হাসলো । কিন্তু আমি জানি যে, আমি কতটা ভয় পেয়েছি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাকিয়া জেসমিন যূথী আমিও ভয় পেয়েছি। ল্যাপটপটা যদি নিয়ে নিতো! উফ!!
আমিও ওই ভয়ই পেয়েছিলাম । তাও আবার বন্ধুর ল্যাপটপ ।

০১ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫