আমিহতাশ-নিরুপায়,
একঅদ্ভুদঅজানাভয়ার্তভাবনায়।
এখনভাবছিকি? নিজেইজানিনা।
কিলিখছি? কিছুইবুঝিনা।
শুধুজানিআরবুঝি,
আমিকিছুএকটাভাবছি।
কিন্তুতানিজেরিঅজান্তে।
জানিনাতাকোথায়আছে!
বুঝিনাতাকিজন্যেআছে?
তবুও; চেপেছেমাথায়এক
অজানাভয়ালভাবনা।
হায়! তাহলেকি? আমি
পরেছিকোনঅজানাবিপদে
যাআমাকেদেবেবাঁধা,
সামনেএগুতে।
আমিতোদেখিওজানি
আমারকোনশত্রুনাই।
শুধুভেবেযাই... কিজানি...
তবেকি? আমাররয়েছেকোন? গোপনশত্রু।
যেধ্বংসকরতেচায়- আমারসর্বস্ব।
না... না... আমিএ...কিভাব...ছি
আমিতো-নির্লোভী; স্বার্থপরওনই।
তবেআমারশাত্রুথাকবেকেন?
ঠিকআছে! তবে, ভাবনাটাকিসের?
যাইউক-
আমিদুর্বলওনই, জীর্ণওনই।
সর্বদাআছিমোকাবেলায়প্রস্তুত।
advertisement
আমিতো-নির্লোভী; স্বার্থপরওনই।
তবেআমারশাত্রুথাকবেকেন?
ঠিকআছে! তবে, ভাবনাটাকিসের?
ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
আমিদুর্বলওনই, জীর্ণওনই।
সর্বদাআছিমোকাবেলায়প্রস্তুত। ভাল কিন্তু শব্দের মাঝে গ্যাপ নেই কেন?