শ্রমের বিবরণ

শ্রম (মে ২০১৫)

দীপঙ্কর বেরা
  • ১১

নদীর তীরেই খুঁটি গেঁড়ে বসেছিল ,
স্রোত ঝঞ্ঝা উথাল পাথাল
বান বাড় ধস
এ সবের মোকাবিল করেও
ধীর স্থির হয়ে দাঁড়িয়েছিল একভাবে ।
আদিম সেই বাঁচার রাস্তায়
আরো অনেক অত্যাধুনিক উন্নত
সভ্যতার আগামী মাপকাঠি গড়তে
বদ্ধ পরিকর চোখ
সাবলীল সুদূর প্রসারী কর্মমুখর
ঘাম ঝরিয়েই চলেছে ।
প্রতিটি ইট কাঠ বালি পাথরে তারই ইতিবৃত্ত
জীবনের প্রত্যয় ঘোষনা করে ।
তবুও বঞ্চনার সাপেক্ষ দস্তাবেজ
কাঁধে জোয়াল টেনেই চলেছে ;
আর ওদিকে ব্যস্ত প্রহরায় পাল্লা দিয়ে
ট্রেন প্নেন বাস ট্রাক সুপার সনিক
আরো জোরে আরো জোরে দৌড়ে যায় ;
পেছনের খুচরোগুলো
আজও মাটি কুপিয়ে যায়
ক্রমাগত ঝুরঝুরে করে তোলে
সুখ আরামের ঘরপুষ্ট বারান্দা ।
কষাঘাতের চিৎকার
মালিকের মেরুদণ্ডে পিঁপড়ে মত ঘোরে
মজুরীর টালবাহানা
কোদাল বেলচায় দুঃখ কিনে খায় ,
ইটের দাঁতাল মুখ
নদীর সময় স্রোতে লিখে রাখা শ্রমের বিবরণে
মুখ থুপড়ে পড়ে থাকে
শ্রমিকের ভাঙা মেরুদণ্ড কঙ্কাল ।
নদীর পাড়ে স্তরে স্তরে পলির আকুতি
শ্রমের জীবন্ত জীবাশ্ম হয়ে
অনন্তের অববাহিকায় ছড়িয়ে পড়ছে যুগে যুগে ।।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফেরদৌসী বেগম (শিল্পী ) বেশ সুন্দর কবিতা লিখেছেন দীপঙ্কর'দা। কবিতায় ভোট সহ অনেক অনেক শুভকামনা রইলো।
সোহানুজ্জামান মেহরান বেশ ভালো হয়েছে।শুভ কামনা রইলো।
নাসরিন চৌধুরী ভাল লেগেছে তবে আর ও একটু গোছানো হলে আরও ভাল লাগত। শুভকামনা জানবেন।
পরের বার গুছানোর চেষ্টা করব । ভাল থাকবেন
জসীম উদ্দীন মুহম্মদ বেশ ভালো লিখেছেন, শুভ কামনা রইলো।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...শ্রমিকের ভাঙা মেরুদণ্ড কঙ্কাল ...। ভাল লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা আর ভোট।
ধন্যবাদ রইল । খুব ভাল থাকবেন
হাসনা হেনা শ্রমিকের ভাঙা মেরুদণ্ড কঙ্কাল । নদীর পাড়ে স্তরে স্তরে পলির আকুতি শ্রমের জীবন্ত জীবাশ্ম হয়ে অনন্তের অববাহিকায় ছড়িয়ে পড়ছে যুগে যুগে ।। সুন্দ্র হয়েছে। শুভ কামনা।
অনেক ধন্যবাদ । ভাল থাকবেন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) এই যে ধনী গরিবের অহমিকা , আজিবন চলবে... ের বিরুদ্ধে সচ্চার হবে গুতি কতক মানুষ, তারাও আজিবন তাদের সংরাম করতে থাকবে... এটাই যেন নিওম হয়ে দাঁড়িয়েছে ... এই যে শৃঙ্খল অতিতে ছিল এখনো থাকবে । আমরা শুধু নিথর হয়ে দেকব আর একটু প্রতিবাদ !!! শুভেচ্ছা কবিকে।
ধন্যবাদ জানালাম । ভাল থাকবেন
ছন্দদীপ বেরা দারুন কবিতা । ভাল লাগল
গোপাল মুগ্ধ হলাম । ছড়িয়ে পড়ছে কাব্যিক অনুভূতি । দারুন
ভানু চরণ বেশ কাব্যিক অনুভূতি পেলাম । দারুন

১৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫