আমি একটা ‘আমি’ হলাম

আমি (নভেম্বর ২০১৩)

রক্ত পলাশ
  • ১৯
  • ২১
আমি ভোরের ডাকপিয়ন-

ঠিক যেনো সেই বোহেমিয়ান চড়ুই পাখির মতো
বন্ধু,আমার ভীষণ ভুলোমন;
গুনে গুণে তাই, ঠিক ভুলে যাই-
মনে রাখার কথা যতো।


আমি সেই পথের রাজপাগল-

ভীষণবাজে সত্যি বলি,সারা-দিনমান সাপলুডু খেলি;
এক বিধাতার সঙ্গে।
যদিও কেবল যাচ্ছি হেরেই,আমার খেলা শেষদানেতেই;
জীবনটারে বাজিয়ে দেখি বাজির তুরঙ্গে।


আমি সেই বর্ণচোরা প্রেমিক-

নখের ভেতর নষ্ট ময়লা,বুকের ভেতর প্রেমের কয়লা;
লুকিয়ে বাঁচিয়ে রাখি।
কবুতর পোড়া সেই প্রেমকথা,মামুলী ফাগুনে লিখাটাই বৃথা;
আমি অজুহাতে ছাই ঢাকি।


আমি নিজেই নিজের মালিক-

পাকুড় ডালের শালিক ডানায়,বয়েসী বটের হিসেবী পাতায়;
আমি নিজের নামটা লিখি।
নীল রঙা সেই চিলেকোঠা ঘরে,কালো আকাশটারে খেরোখাতা করে;
নক্ষত্র গুণে সংখ্যাতত্ত্ব শিখি।


আমি এক শহরতলীর ফুটপাত হাঁটা ভীষণ সস্তাকবি-

একলা জাগা মধ্যরাতে,নিষিদ্ধ সেই মধ্যমাতে;
খেয়ালে নাচাই প্রলয়ের তত্ত্বটা।
অনেক কিছু দেখার বাকি,অনেক কিছু বলার বাকি;
তবু ভুলে যাই শুধু লিখার শর্তটা।



আমি সেই আকাঠ-মূর্খ লাস্টবেঞ্চি-

মিথ্যেকথার ক্লাসরুমেতে,মুদ্রাস্ফীতির নোটখাতাতে;
আমার শুধু মন বসে না।
হলুদ রঙয়ের সিলেবাসটায়,নষ্টবুলির কথকতায়;
আমার কিছু যায় আসে না।


আমি কারও শখের চড়কি,কাগজের টোঙায় মুড়ি-মুড়কি-
এই তো সেদিন ঠিক বুঝলাম
আর সেই সেদিনই এক কবিতায়,শাশ্বত তার এক ইশারায়
আমি একটা ‘আমি’ হলাম।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজনীন পলি প্রথম পড়ছি আপনার লেখা , দারুন লেখেন আপনি !
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ঠিক যেনো সেই বোহেমিয়ান চড়ুই পাখির মতো বন্ধু,আমার ভীষণ ভুলোমন; গুনে গুণে তাই, ঠিক ভুলে যাই- মনে রাখার কথা যতো..............// খুব ভাল ...........
জায়েদ রশীদ কবিতায় এক নিজস্ব ঢঙ আছে যা মনকে আলোড়িত করে। বেশ লাগল।
ছন্দদীপ বেরা বেশ তো ভালই লাগল
দীপঙ্কর বেরা অনেক ভাল লাগা একটা কবিতা পড়লাম ।
মনতোষ চন্দ্র দাশ যদিও কেবল যাচ্ছি হেরেই,আমার খেলা শেষদানেতেই; জীবনটারে বাজিয়ে দেখি বাজির তুরঙ্গে...চমৎকার লিখেছেন।খুবই ভাল লাগল কবিতাটি।
Rumana Sobhan Porag আমি কারও শখের চড়কি,কাগজের টোঙায় মুড়ি-মুড়কি- এই তো সেদিন ঠিক বুঝলাম আর সেই সেদিনই এক কবিতায়,শাশ্বত তার এক ইশারায় আমি একটা ‘আমি’ হলাম।।-ভীষণ ভাল লাগল কবিতাটি।
জালাল উদ্দিন মুহম্মদ অনেক সুন্দর একটি কবিতা পড়লাম । কবিকে ধন্যবাদ ।
মোঃ শামছুল আরেফিন কবির ভাবনার প্রতিফল কবিতার খাতায়। খুব ভাল লেগেছে।
জাকিয়া জেসমিন যূথী তবু তো আপনি কবি, সস্তা কিনা তা আপনি নিজে নির্ধারণ করার কে? বলবো তো আমরা, আপনার পাঠকরা। খুব ভালো লাগলো।

১০ জুন - ২০১৩ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪