একটি চাপা কথা
আজও হল না বল
শতবার ভেবেছি বলবো বলেও
অদ্যবধি হয়নি বলা।
অধরে চেপে চাপা কথা,এসেছে আঁধার
সম্মুখে আপনার-
হৃদয় বার্তার
একি উড়াল?
ভ্রান্তিতে দাঁড়ায়ে বিশ্ব-এ কিসের কাঙ্গাল?
শব্দ চয়ন,বিন্যাস,বিশ্বাস-সমন্বয়ের অনুশীলন
অতঃপর ,অতঃপর পুনরায় মহাপতন;
আক্ষেপে মাথায় হাত,অন্তরে মিথস্ক্রিয়া।
আর কত,কত বার-
তোমার বিদায়ের মুখরতা,
ভাঙ্গবে আমার নীরবতা।
এমন সাজানো ছকে,
আর কত কাল ধরে;
এমনি যাবে বয়ে ,
আমাদের চাপা ভালোবাসা।
চাঁদের জোছনায় বিকশিত চাঁপার মৌ ;
পূর্ণমূল্যায়ন,প্রতিজ্ঞা-
এইবার,এইবার শেষবার,
একটি চাপা কথার।
বহুদিন,বহুকাল পরে,
গোধূলির লগ্নে দিয়েছিলে দেখা
অস্ফুট স্বরে বলেছিলাম,
চাপা কথার ইতিকথা শুনবে স্বরলেখা-
‘ অধরের চাপা কথা ফিরেছে অন্তরে ,
প্রকাশের তার হয় নি আর প্রয়োজন;
তুমি বিনা মোর সংসারে ,
চাপা কথার আজ প্রকাশ্য আবর্তন।’
স্মিতহাসিতে তোমার বিদায়ের সেই মুখরতা-হয় যদি মোর প্রাপ্তি;
তবে জেনে রেখো,‘আঁধার ঘরে রুদ্ধদ্বার অনুশীলনের ব্যাপ্তি –
তুমি জান কি?
কখনো জানবে কি,স্বরলেখা!
কালের চাদরে ঢেকে দিয়েছিলাম সব ,
ভেঙ্গে চুরমার করে দিল তোমার গোধূলির সেই প্রত্যাবর্তন।
শুনে যায় আমার অবচেতন মন ,
বিড়বিড় মায়া জড়ানো কণ্ঠের সেই ভাঙ্গাস্বর-
‘একটি চাপা কথা,
অধরে রেখে চাপা ,অন্তরে ফেলে তার ছায়া;
আর কতকাল ,
একটি কথা রেখে দিবে চাপা ,নীরবতা।’
চাপা কথা প্রকাশের ইচ্ছেগুলোর মৃত্যু হল,
বেঁচে রইলো শুধু ‘আমার চাপা কথা।’
একটি চাপা কথা.....................
০৮ জুন - ২০১৩
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫