একটি চাপা কথা

ইচ্ছা (জুলাই ২০১৩)

আবু সাদত রূপক
  • ১৯
  • ১২৯
একটি চাপা কথা
আজও হল না বল
শতবার ভেবেছি বলবো বলেও
অদ্যবধি হয়নি বলা।
অধরে চেপে চাপা কথা,এসেছে আঁধার
সম্মুখে আপনার-
হৃদয় বার্তার
একি উড়াল?
ভ্রান্তিতে দাঁড়ায়ে বিশ্ব-এ কিসের কাঙ্গাল?
শব্দ চয়ন,বিন্যাস,বিশ্বাস-সমন্বয়ের অনুশীলন
অতঃপর ,অতঃপর পুনরায় মহাপতন;
আক্ষেপে মাথায় হাত,অন্তরে মিথস্ক্রিয়া।
আর কত,কত বার-
তোমার বিদায়ের মুখরতা,
ভাঙ্গবে আমার নীরবতা।
এমন সাজানো ছকে,
আর কত কাল ধরে;
এমনি যাবে বয়ে ,
আমাদের চাপা ভালোবাসা।
চাঁদের জোছনায় বিকশিত চাঁপার মৌ ;
পূর্ণমূল্যায়ন,প্রতিজ্ঞা-
এইবার,এইবার শেষবার,
একটি চাপা কথার।


বহুদিন,বহুকাল পরে,
গোধূলির লগ্নে দিয়েছিলে দেখা
অস্ফুট স্বরে বলেছিলাম,
চাপা কথার ইতিকথা শুনবে স্বরলেখা-
‘ অধরের চাপা কথা ফিরেছে অন্তরে ,
প্রকাশের তার হয় নি আর প্রয়োজন;
তুমি বিনা মোর সংসারে ,
চাপা কথার আজ প্রকাশ্য আবর্তন।’
স্মিতহাসিতে তোমার বিদায়ের সেই মুখরতা-হয় যদি মোর প্রাপ্তি;
তবে জেনে রেখো,‘আঁধার ঘরে রুদ্ধদ্বার অনুশীলনের ব্যাপ্তি –
তুমি জান কি?
কখনো জানবে কি,স্বরলেখা!

কালের চাদরে ঢেকে দিয়েছিলাম সব ,
ভেঙ্গে চুরমার করে দিল তোমার গোধূলির সেই প্রত্যাবর্তন।
শুনে যায় আমার অবচেতন মন ,
বিড়বিড় মায়া জড়ানো কণ্ঠের সেই ভাঙ্গাস্বর-
‘একটি চাপা কথা,
অধরে রেখে চাপা ,অন্তরে ফেলে তার ছায়া;
আর কতকাল ,
একটি কথা রেখে দিবে চাপা ,নীরবতা।’
চাপা কথা প্রকাশের ইচ্ছেগুলোর মৃত্যু হল,
বেঁচে রইলো শুধু ‘আমার চাপা কথা।’
একটি চাপা কথা.....................
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shahnaj Akter N/A chomotkar hoyeche ...........
ডাঃ সুরাইয়া হেলেন বেশ ভালো হয়েছে!তবে একই শব্দ বারবার ব্যবহার না করাই ভালো!আশা করছি একদিন এই চারাগাছটি মহীরুহ হবে!ধৈর্য,চর্চা অার পড়ার কোন বিকল্প নেই,ভালো লেখার জন্য!শুভকামনা কবি!ভোট করে গেলাম ।
মো. রহমত উল্লাহ্ আমি তো ভাই উপদেশ দেবার যোগ্য নই। কারণ, আমি মানুষকে খুশি করার জন্য যা তা বলতে জানি না। আমার মন্তব্য শুনে হয়ত আপনি হতাশ হতে পারেন। এই প্রতিযোগিতায় জিতার জন্য নয়; বরং নিজের পরিতৃপ্তির জন্য লেখাই ভালো। আপনার লেখাটি পড়লাম। অনেক কথা বলার পরেও চাপাই রয়েগেলো অনেক কথা। আপনার নাম / রূপকের ধাঁধাঁয় আসল হারিয়ে ফেলছিলাম বারবার। আপনি/আপনারা আমন্ত্রিত। বসে আলোচনা করাই উত্তম। আমিও শিখতে পারবো আপনাদের নিকট থেকে। আমার ঠিকানা: অধ্যক্ষ, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন- ০১৭১১ ১৪৭৫৭০
আপনার আমন্ত্রন গ্রহণ করলাম............ধন্যবাদ.........
তাপসকিরণ রায় abege jarit kabitati besh bhalo legechhe bhai!onek shubhechchha roilo.
ধন্যবাদ ভাই,আপনার মন্তব্যের জন্য
তানি হক ... অনেক কথার আবেগে জড়ানো ... কথা ... ভালো লাগলো আপনার কবিতাটি ... ধন্যবাদ জানবেন
ধন্যবাদ জানলাম এবং আপনাকে ধন্যবাদ জানালাম......
মিলন বনিক অনন্য সুন্দর অনুভূতির কথামালা মুগ্ধ করেছে...ধন্যবাদ।
চাপা কথা বলতে না পারার অনুভুতি আপনার কাছে অনন্য সুন্দর মনে হয়!!!!!! ............যার ব্যথা সেই ভালো বোঝে.........মন্তব্যের জন্য ধন্যবাদ......
জায়েদ রশীদ লাজুক প্রেমের আলতো কথা, তাই বুঝি চাপা কথা...
মণে হয় তাই ............লজ্জায় আর কিছু বলা হল না.........সব চাপায় রয়ে গেলো.........
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) ভাল লাগলো কবিতাটি , চাপা কথা বারবার পড়তে হল এর জায়গায় অন্য কোন শব্দ ব্যবহার করা গেলে বেশ হতো । সুন্দর ভাবনা ।
আমারও তাই মণে হয়.........কিন্তু শব্দ ভাণ্ডার সীমিত ............উপযুক্ত শব্দ খুঁজে পাইনি.........মন্তব্যের জন্য ধন্যবাদ....
ঘাস ফুল অতঃপর ,অতঃপর পুনরায় মহাপতন; আক্ষেপে মাথায় হাত,অন্তরে মিথস্ক্রিয়া। -: বড় হলেও খুব ভাল লাগলো। ধন্যবাদ কবির ভাবনার জন্য।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
কায়েস চমৎকার কবিতা আরো বেশি বেশি লিখতে থাকুন
ধন্যবাদ......বেশি বেশি লিখার চেষ্টা করব.........ইনশাআল্লাহ্‌ ......

০৮ জুন - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫